নীলফামারীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
https://www.obolokon24.com/2017/10/nilphamari.html
ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ১ অক্টোবর॥
বিভিন্ন কর্মসুচির মাধ্যমে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করেছেন জেলা প্রবীণ হিতৈষী সংঘ। আজ রবিবার সকাঠ ১১ কর্মসুচির অংশ হিসেবে জেলা প্রশাসক কার্যালয় চত্তর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের মাধারমোড় সংলগ্ন প্রবীণ হিতৈষী সংঘ নীলফামারী জেলা কার্যালয়ে আলোচনাসভায় মিলিত হয়।
প্রবীণ হিতৈষী সংঘ নীলফামারী জেলা শাখার সভাপতি অধ্যাপক আযিয উল হক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মজিবুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, সংঘের সহসভাপতি রাহাত হোসেন.সাধারণ স¤পাদক মোশাররফ হোসেন প্রমুখ।