জলঢাকায় তাল বীজ রোপন

মর্তুজা ইসলাম,জলঢাকা প্রতিনিধি-

নীলফামারীর জলঢাকায় সোমবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জলঢাকার আয়োজনে উদ্বুদ্ধকরণের মাধ্যমে তাল বীজ রোপণ কর্মসূচি পালন করা হয়। দুপুরে এ কর্মসূচিতে অংশগ্রহন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলী, জেলা প্রশিক্ষণ অফিসার অফিসার কৃষিবিদ আফতাব হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মুহ: রাশেদুল হক প্রধান, উপজেলা ভাইস চেয়ারম্যান ফয়সাল মুরাদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ কেরামত আলী, কিশোরগঞ্জ উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ এনামুল হক,  উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহ মুহাম্মদ মাহফুজুল হক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক জলঢাকা ঢাকার ব্যবস্থাপক যতীন্দ্র চন্দ্র বর্মন, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার আজমল আলম। উপজেলা কৃষি অফিসার বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় বজ্রপাত প্রতিরোধে উদ্বুদ্ধকরণের মাধ্যমে সারা দেশব্যাপী এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাত থেকে রক্ষা এবং মাটির ক্ষয়রোধের জন্য তাল গাছ একটি অন্যতম প্রাকৃতিক উপায় যদিও তাল রোপনকারী ব্যক্তি তার জীবদ্দশায় এর ফল ভোগ করতে পারেন না।  রাস্তা, পুকুর, নদী, খাল, বাড়ি ও বাঁধের দুপাড়ে তাল বীজ রোপন কার্যক্রম চলমান রয়েছেও বলে তিনি জানান। উক্ত অনুষ্ঠানে উপজেলা প্রশাসন এবং কৃষি অফিসের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 5052846995524231563

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item