অতিরিক্ত দায়িত্বে চলছে দেবীগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা অফিস

মোঃ মোজাহারুল আলম জিন্নাহ্ রানা-

দেবীগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ খায়রুল ইসলাম একাই তিন পদে বর্তমানে রয়েছেন। তিনি গত মে মাস থেকে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মেডিক্যাল অফিসার ও অফিসের আয়ন-ব্যয়ন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
এ বিভাগে এমবিবিএস ডাক্তার নেই গত ৫ মাস ধরে। পরিবার পরিকল্পনা বিভাগে পুরুষের এসএসভি অপারেশন, মহিলা বন্ধাকরণের অপারেশন করতে হচ্ছে রংপুরের একটি ক্লিনিক থেকে ডাক্তার এনে। ফলে গত সেপ্টেম্বর মাসে ৩০ জন পুরুষ ও মহিলার বন্ধাকরণ করার সরকারি টার্গেড থাকলেও করা হয়েছে ২১ জনের। এ বিভাগে গুরুত্বপূর্ণ পদ শূন্য থাকায় জন্ম নিয়ন্ত্রণের কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
এ বিষয়ে পঞ্চগড় জেলার পরিবার পরিকল্পনা বিভাগের ডেপুটি ডাইরেক্টর মোঃ মোজাফ্ফর হোসেন বলেন, ‘জন্ম নিয়ন্ত্রণে দেবীগঞ্জে পরিবার পরিকল্পনা বিভাগে মেডিক্যাল অফিসারের পদটি অত্যন্ত জরুরি। আমার আগের ডেপুটি ডাইরেক্টর তিন পদের দায়িত্ব দিয়েছেন সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’

পুরোনো সংবাদ

পঞ্চগড় 2578589475558269255

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item