চিলাহাটীতে অনৈতিক কার্যকলাপের সময় গ্রাম পুলিশ আটক

এ,আই,পলাশ, চিলাহাটী(নীলফামারী)প্রতিনিধি-
নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটীতে অনৈতিক কার্যকলাপের সময় হাতে নাতে আটক হয়েছে গ্রাম পুলিশ।রবিবার(১ অক্টোবর)দিবাগত রাত তিন টার দিকে উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের ৯ নং ওয়ার্ড গিরিয়ারডাঙ্গা গ্রামে মোমিনুল(৪০) নামে উক্ত গ্রামপুলিশকে আটক করেছে গ্রামবাসী।এলাকাবাসী সূত্রে জানাগেছে,ওই গ্রামের দিনমুজুর আনোয়ার(৪২) রিক্সা চালার জন্য স্ত্রী ও চার সন্তানকে নিজ বাড়িতে রেখে চট্টগামে পাড়ি জমায়।এই সুযোগে লম্পট গ্রামপুলিশ(চৌকিদার) আনোয়ারের বাড়িতে খোঁজখবর নেওয়ার সূত্র ধরে আনোয়ারের স্ত্রীর সাথে ভাব জমায়।এরই এক পর্যায়ে তার সাথে অনৈতিক সম্পর্ক গড়ে উঠে।বিষয়টি এলাকাবাসী আঁচ করতে পারলে সুযোগের অপেক্ষা থাকে।
 রবিবার রাত তিনটার দিকে চৌকিদার মোমিমুল আনোয়ারের বাড়িতে প্রবেশ করলে এলাকাবাসী অনৈতিক কার্যকলাপের সময় হাতে নাতে তাকে আটক করে ফেলে।সকালে শতশত গ্রামবাসী সুস্থ বিচার দাবী করলে ওই এলাকার ইউপি সদস্য আহসান মোর্শেদ রাজু ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায়।অপরদিকে ভোগডাবুড়ি ইউনিয়নের চেয়ারম্যান এক্রামুল হকের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, স্থানীয়ভাবে সমাধান হলে ভালো না হলে উভয়কে পুলিশে সোপর্দ করা হবে।

পুরোনো সংবাদ

নীলফামারী 8385498709141257582

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item