রোগীকে দেখতে এসে লাশ হয়ে বাড়ি ফিরলো নীলফামারীর দুই যুবক

মামুনুর রশিদ মেরাজুল -  

বাড়ি থেকে বের হয়েছিলেন রোগী দেখতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আসবেন। কিন্তু রোগীকে হাসপাতালে দেখার আগেই না ফেরার দেশে ঠাই হলো দুই যুবককের। নীলফামারী থেকে মোটরসাইকেল করে রংপুরে আসার পথে ট্রাকচাপায় শরিফুল ইসলাম  রুবেল (২২) ও সাদেকুল ইসলাম (১৯) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল দশটার সময় রংপুর মহানগরী সিওবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী বৃষ্টিতে ভিজেই প্রায় দেড় ঘণ্টা রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম জানান, নিহত ওই দুই যুবক মোটরসাইকেলযোগে নীলফামারী থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোগী দেখতে আসার সময় রংপুরের সিওবাজার এলাকায় পৌঁছলে ট্রাক চাপায় ওই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে শরিফুল ইসলাম রুবেল নিহত হয়। সঙ্গে থাকা আরেক আরোহী সাদেকুলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তাদের দুইজনের বাড়ি নীলফামারী জেলায়। এরমধ্যে রুবেল নীলফামারী সদর উপজেলার আব্দুল গণি মিয়ার ছেলে , বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নীলফামারী জেলা শাখার মানব সম্পদ উন্নয়ণ (এইচআরডি) বিষয়ক সম্পাদক ।
রংপুরের পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম সাইফ জানান, এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে। ট্রাক চালককে আটক করা হয়েছে। 

পুরোনো সংবাদ

রংপুর 5787586370421770921

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item