ঠাকুরগাঁওয়ের সোনিয়া চার দিন ধরে নিখোঁজ।
https://www.obolokon24.com/2017/09/thakurgaon_9.html
আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁয়ের রুহিয়া থানার চতুরাখোর পাঠানপাড়া গ্রামের মোঃ শহীদুল ইসলামের মেয়ে, গুনজুরা হাট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী সোনিয়া আক্তার (১৩) গত ০৫ সেপ্টেম্বর ২০১৭ খ্রি. আনুমানিক দুপুর ০২.০০ তাঁর বাড়ি থেকে ঠাকুরগাঁও সদরের রসুলপুর দেহন গ্রামে তাঁর খালার বাড়ি যাওয়ার পথে নিখোঁজ হয়ে । সোনিয়া সন্ধা পর্যন্ত খালার বাসায় না পৌচ্ছালে খবর পেয়ে তার বাবা বিভিন্ন আত্বিয় স্বজনের বাসায় খোঁজাখোঁজি করে না পেলেএ বিষয়ে রুহিয়া থানায় একটি সাধারণ নিখোঁজ ডায়েরী
করেন ।
এ ব্যাপারে ঠাকুরগাঁও রুহিয়া থানার ওসি শ্রী প্রদীপ কুমারের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন এবং সোনিয়ার খোজে অনুসন্ধান চলছে বলে জানান।
ঠাকুরগাঁয়ের রুহিয়া থানার চতুরাখোর পাঠানপাড়া গ্রামের মোঃ শহীদুল ইসলামের মেয়ে, গুনজুরা হাট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী সোনিয়া আক্তার (১৩) গত ০৫ সেপ্টেম্বর ২০১৭ খ্রি. আনুমানিক দুপুর ০২.০০ তাঁর বাড়ি থেকে ঠাকুরগাঁও সদরের রসুলপুর দেহন গ্রামে তাঁর খালার বাড়ি যাওয়ার পথে নিখোঁজ হয়ে । সোনিয়া সন্ধা পর্যন্ত খালার বাসায় না পৌচ্ছালে খবর পেয়ে তার বাবা বিভিন্ন আত্বিয় স্বজনের বাসায় খোঁজাখোঁজি করে না পেলেএ বিষয়ে রুহিয়া থানায় একটি সাধারণ নিখোঁজ ডায়েরী
করেন ।
এ ব্যাপারে ঠাকুরগাঁও রুহিয়া থানার ওসি শ্রী প্রদীপ কুমারের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন এবং সোনিয়ার খোজে অনুসন্ধান চলছে বলে জানান।