বন্যা পরবর্তী সুন্দরগঞ্জের সর্বত্রই শত শত লোক ডায়রিয়া রোগে আক্রান্ত
https://www.obolokon24.com/2017/09/gaibandha_9.html
নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বত্রই ডায়রিয়া রোগে শত শত লোক আক্রান্ত হয়ে পড়েছেন।
জানা গেছে, বন্যার পানি নেমে যাওয়ায় ও অতিবৃষ্টির কারণে গ্রাম ও চরাঞ্চলের বাসা বাড়িগুলো স্যাত স্যাতে থাকাসহ স্যানিটেশন ব্যবস্থা না থাকায় যত্রতত্র মলমুত্র ত্যাগ এবং বিশুদ্ধ পানিয় জলের সংকটের কারণে চরাঞ্চলসহ সর্বত্রই শতশত লোক ডায়রিয়া রোগে আক্রান্ত হচ্ছে। আক্রান্ত এলাকাগুলো হচ্ছে-চরাঞ্চলের কাপাসিয়া, হরিপুর, শ্রীপুর, চন্ডিপুর, বেলকা ও তারাপুর। এছাড়া ছাপড়হাটী, শান্তিরাম, কঞ্চিবাড়ি, বামনডাঙ্গা, সোনারায়সহ বিভিন্ন এলাকায় ডায়রিয়া রোগ দেখা দিয়েছে। গ্রামাঞ্চলে ডায়রিয়া আক্রান্ত লোকগুলো সরকারি সেবা পাচ্ছেন না। আক্রান্ত রোগীদের অনেকেই গ্রাম্য ডাক্তার দিয়ে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন। এছাড়া প্রতিদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬/৭ জন করে ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হচ্ছে। ভুক্তভোগীরা জানায়, ডায়রিয়ায় চিকিৎসা দেয়ার জন্য পর্যাপ্ত ওষুধ ও স্যালাইন সরবরাহ থাকলেও তা শুধু স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের জন্য ব্যবহার হচ্ছে। কমিউনিটি ক্লিনিক ও সাব সেন্টার গুলোতে ডায়রিয়া চিকিৎসা দেয়ার মতো পর্যাপ্ত কোন ওষুধ বা স্যালাইন সরবারাহ নেই। এব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাক্তার ইয়াকুব আলী মোড়ল ও আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার বিশ্বেশ্বর চন্দ্র রায়ের সাথে যোগাযোগ করা হলেও তাদের পাওয়া যায়নি।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বত্রই ডায়রিয়া রোগে শত শত লোক আক্রান্ত হয়ে পড়েছেন।
জানা গেছে, বন্যার পানি নেমে যাওয়ায় ও অতিবৃষ্টির কারণে গ্রাম ও চরাঞ্চলের বাসা বাড়িগুলো স্যাত স্যাতে থাকাসহ স্যানিটেশন ব্যবস্থা না থাকায় যত্রতত্র মলমুত্র ত্যাগ এবং বিশুদ্ধ পানিয় জলের সংকটের কারণে চরাঞ্চলসহ সর্বত্রই শতশত লোক ডায়রিয়া রোগে আক্রান্ত হচ্ছে। আক্রান্ত এলাকাগুলো হচ্ছে-চরাঞ্চলের কাপাসিয়া, হরিপুর, শ্রীপুর, চন্ডিপুর, বেলকা ও তারাপুর। এছাড়া ছাপড়হাটী, শান্তিরাম, কঞ্চিবাড়ি, বামনডাঙ্গা, সোনারায়সহ বিভিন্ন এলাকায় ডায়রিয়া রোগ দেখা দিয়েছে। গ্রামাঞ্চলে ডায়রিয়া আক্রান্ত লোকগুলো সরকারি সেবা পাচ্ছেন না। আক্রান্ত রোগীদের অনেকেই গ্রাম্য ডাক্তার দিয়ে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন। এছাড়া প্রতিদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬/৭ জন করে ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হচ্ছে। ভুক্তভোগীরা জানায়, ডায়রিয়ায় চিকিৎসা দেয়ার জন্য পর্যাপ্ত ওষুধ ও স্যালাইন সরবরাহ থাকলেও তা শুধু স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের জন্য ব্যবহার হচ্ছে। কমিউনিটি ক্লিনিক ও সাব সেন্টার গুলোতে ডায়রিয়া চিকিৎসা দেয়ার মতো পর্যাপ্ত কোন ওষুধ বা স্যালাইন সরবারাহ নেই। এব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাক্তার ইয়াকুব আলী মোড়ল ও আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার বিশ্বেশ্বর চন্দ্র রায়ের সাথে যোগাযোগ করা হলেও তাদের পাওয়া যায়নি।