সৈয়দপুরে দুর্গাপূজা উপলক্ষে প্রার্থনা সংঘের স্মরণিকার মোড়ক উন্মোচন
https://www.obolokon24.com/2017/09/saidpur_94.html
তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :
নীলফামারীর সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়া প্রার্থনা সংঘের ১২তম দুর্গাপূজা উদ্যাপন উপলক্ষে ‘ত্রিনেত্রা’ নামের একটি স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল (বৃহস্পতিবার) দুপুরে দুর্গামন্ডপ প্রাঙ্গণে এলাকার ১২ জন নারী এর মোড়ক উন্মোচন করেন। ‘ঢাকের কাঠির মিষ্টি বেশ, পূজো সবার কাটুক বেশ’ এই কামনা করে মোড়ক উন্মোচনের নারীরা হলেন, অধ্যাপিকা অপরাজিতা রায়, শিক্ষিকা তৃপ্তি রানী রায়, মালতি রানী দাস, মমতা জসওয়াল, অনিতা জসওয়াল, আরতি সাহা, লক্ষ্মী সাহা, সুচিত্রা সাহা, ঝুলনা দেবী, গীতা রানী, প্রিয়া রানী পোদ্দার ও শ্যামলী রানী। স্মরণিকাটি উৎসর্গ করা হয়েছে সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী প্রয়াত সুশীল কুমার আগারওয়ালার নামে।
প্রার্থনা সংঘ দুর্গোৎসব কমিটির সভাপতি শ্রী প্রদীপ জসওয়াল ও সাধারণ সম্পাদক শ্রী রাজেন্দ্র কুমার দাস জানান, হিন্দু ধর্মের সব ধরণের পূজা অর্চনা ও সামাজিক উন্নয়নমূলক কাজগুলো করে আসছে প্রার্থনা সংঘ। এরই অংশ হিসেবে নতুন প্রজন্মকে সৃষ্টিশীলতার দিকে এগিয়ে নিতে প্রার্থনা সংঘের প্রথম স্মরণিকা ‘ত্রিনেত্রা’ প্রকাশ করা হয়। যার সম্পাদনার দায়িত্বে ছিল রাকেশ কুমার দাস, উত্তম কুন্ডু ও বিজন ঘোষ। স্মরণিকার মোড়ক উন্মোচনের আগে শান্তি প্রতীক পায়রা(কবুতর) উড়িয়ে দেশ ও জাতির শান্তি কামনা করা হয়।
নীলফামারীর সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়া প্রার্থনা সংঘের ১২তম দুর্গাপূজা উদ্যাপন উপলক্ষে ‘ত্রিনেত্রা’ নামের একটি স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল (বৃহস্পতিবার) দুপুরে দুর্গামন্ডপ প্রাঙ্গণে এলাকার ১২ জন নারী এর মোড়ক উন্মোচন করেন। ‘ঢাকের কাঠির মিষ্টি বেশ, পূজো সবার কাটুক বেশ’ এই কামনা করে মোড়ক উন্মোচনের নারীরা হলেন, অধ্যাপিকা অপরাজিতা রায়, শিক্ষিকা তৃপ্তি রানী রায়, মালতি রানী দাস, মমতা জসওয়াল, অনিতা জসওয়াল, আরতি সাহা, লক্ষ্মী সাহা, সুচিত্রা সাহা, ঝুলনা দেবী, গীতা রানী, প্রিয়া রানী পোদ্দার ও শ্যামলী রানী। স্মরণিকাটি উৎসর্গ করা হয়েছে সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী প্রয়াত সুশীল কুমার আগারওয়ালার নামে।
প্রার্থনা সংঘ দুর্গোৎসব কমিটির সভাপতি শ্রী প্রদীপ জসওয়াল ও সাধারণ সম্পাদক শ্রী রাজেন্দ্র কুমার দাস জানান, হিন্দু ধর্মের সব ধরণের পূজা অর্চনা ও সামাজিক উন্নয়নমূলক কাজগুলো করে আসছে প্রার্থনা সংঘ। এরই অংশ হিসেবে নতুন প্রজন্মকে সৃষ্টিশীলতার দিকে এগিয়ে নিতে প্রার্থনা সংঘের প্রথম স্মরণিকা ‘ত্রিনেত্রা’ প্রকাশ করা হয়। যার সম্পাদনার দায়িত্বে ছিল রাকেশ কুমার দাস, উত্তম কুন্ডু ও বিজন ঘোষ। স্মরণিকার মোড়ক উন্মোচনের আগে শান্তি প্রতীক পায়রা(কবুতর) উড়িয়ে দেশ ও জাতির শান্তি কামনা করা হয়।