পীরগঞ্জে আবারো আ’লীগ নেতার ফসল ওষুধে পুড়িয়ে ফেললো প্রতিপক্ষ!

মামুনুর রশিদ মেরাজুল   

পীরগঞ্জে আবারো আ’লীগ নেতা মতিয়ার রহমানের রবি ফসলের ক্ষেত ওষুধ প্রয়োগে প্রতিপক্ষ পুড়িয়ে দিয়েছে। উপজেলার টিওরমারী গ্রামে ওই ঘটনায় বৃহষ্পতিবার থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
অভিযোগে জানা গেছে, উপজেলার টুকুরিয়া ইউনিয়নের তরফমৌজা গ্রামের আ’লীগ নেতা মতিয়ার রহমান টিওরমারী গ্রামে পৈত্রিক সুত্রে প্রাপ্ত ২০ শতক জমিতে চাষাবাদ করে আসছেন। প্রায় ৩ বছর আগে পার্শ্ববর্তী গোপীনাথপুরের হাবিবুর রহমান গং ওই জমির কবলা সুত্রে মালিকানা দাবী করায় উভয়পক্ষে একাধিক মামলা হয়েছে। গত বছর জমিটিতে ওই আ’লীগ নেতার দু’দফায় লাগানো পাট ও সরিষার ক্ষেত রাসায়নিক ওষুধ প্রয়োগে পুড়িয়ে দেয়া হলে প্রতিপক্ষের হাবিবুর রহমানসহ কয়েকজনকে আসামী করে থানায় লিখিত অভিযোগ করা হয়। আবারো গত বুধবার দিবাগত রাতে ওই জমিতে বপনকৃত তিল, শাক-সবজির ক্ষেতে ওষুধ প্রয়োগ করে সম্পুর্ন ফসল পুড়িয়ে ফেলে। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় ওই আ’লীগ নেতা গতকাল পীরগঞ্জ থানায় হাবিবুর রহমানসহ ১০ জনকে আসামী করে এজাহার দিয়েছেন। এ ব্যাপারে ওসি রেজাউল করিম বলেন, এর আগেও ওই জমির ফসল পুড়িয়ে ফেলায় অভিযোগ পেয়ে ব্যবস্থা নিয়েছি। এবারো ওষুধ প্রয়োগে ফসল পোড়ানোর ব্যাপারে অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

পুরোনো সংবাদ

রংপুর 8363725998660318323

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item