পীরগঞ্জে দুর্গাপুজায় নবনির্বাচিত চেয়ারম্যানের অনুদান প্রদান

মামুনুর রশিদ মেরাজুল,পীরগঞ্জ (রংপুর) প্রতিনধি ঃ

পীরগঞ্জে  নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ময়না মাষ্টারের নিজস্ব তহবিল থেকে দূর্গা মন্দিরে ৫ হাজার টাকা করে অনুদান প্রদান করা হচ্ছে। বুধবার উপজেলার সদর ইউনিয়নের ওই চেয়ারম্যানের ছেলে মন্দিরগুলোতে গিয়ে ওই অনুদান দেন।
জানা গেছে, উপজেলার ৮৭টি মন্দিরে হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুঁজা অনুষ্ঠিত হচ্ছে। এবারে ওইসব মন্দিরের প্রতিটিতে সরকারীভাবে ৫’শ কেজি করে চাল দেয়া হয়েছে। অপরদিকে গত ২৪ সেপ্টেম্বর উপজেলার ৩টি ইউনিয়ন রায়পুর, পীরগঞ্জ সদর ও রামনাথপুরে নির্বাচন হয়েছে। ওই নির্বাচনে পীরগঞ্জ সদর ইউনিয়নে নৌকা প্রতীকে বিজয়ী চেয়ারম্যান নুরুল ইসলাম ময়না মাষ্টারের পক্ষে তার ছেলে উপজেলা আ’লীগের সহসভাপতি অধ্যক্ষ মোমিনুল ইসলাম রন্তু তাদের ইউনিয়নের মন্দিরগুলোতে ৫ হাজার টাকা করে অনুদান প্রদান করছেন। এ সময় উপজেলা আ’লীগের সাবেক সম্পাদক মোকাররম হোসেন চৌধুরী জাহাঙ্গীর, পৌর কাউন্সিলর শফিকুল ইসলাম, আ’লীগ নেতা একরামুল হক, প্রভাষক আজাহার আলী, হারুন অর রশিদসহ স্থানীয় আ’লীগ নেতাকর্মী ও সমাজসেবকরা উপস্থিত ছিলেন। অধ্যক্ষ মোমিনুল ইসলাম জানান, আমরা নিজস্ব তহবিল থেকে এবং স্থানীয় এমপি ও জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সৌজন্যে কয়েকটি দুর্গামন্দিরের প্রতিটিতে ৫ হাজার টাকা করে অনুদান দিচ্ছি।

পুরোনো সংবাদ

রংপুর 7261231707843975847

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item