পীরগঞ্জে ধর্ষন করতে গিয়ে ক্যামেরা ছেড়েই পলায়ন!
https://www.obolokon24.com/2017/09/rangpur_6.html
পীরগঞ্জে ষ্টুডিও ব্যবসায়ী সাজু মিয়া তার প্রতিবেশী ২ সন্তানের জননীকে ধর্ষন করতে গিয়ে ক্যামেরা রেখেই পালিয়ে রক্ষা পেয়েছে। ওই গৃহবধু মামলা করার সাহস পাচ্ছে না। তবে ক্যামেরাটি সংশি¬ষ্ট ইউপি মেম্বারের কাছে জমা দেয়া হয়েছে। গত মঙ্গলবার দুপুরে উপজেলার পাটগ্রামে ঘটনাটি ঘটেছে।
ওই গৃহবধু ও তার পরিবারের অভিযোগে জানা গেছে, উপজেলার বড়আলমপুর ইউনিয়নের পাটগ্রামের আশরাফুলের স্ত্রী ঘটনার দিন দুপুরে তার বাড়ীর পাশে চট ও কাপড় দিয়ে ঘেরা টয়লেটে যায়। ওই সময় সাজু মিয়া টয়লেট সংলগ্ন আখক্ষেতে পুর্ব থেকে অবস্থান নেয়। টয়লেট থেকে গৃহবধু বের হওয়া মাত্রই সাজু তার মুখ চেপে টেনেহিচড়ে আখক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষনের চেষ্টা চালায়। এ সময় গৃহবধুর চিৎকারে সাগর ও রাসেল নামে ২ যুবক এগিয়ে আসলে সাজু তার ক্যামেরা ফেলে পালিয়ে যায়। পরে সন্ধ্যায় ওই গৃহবধুর স্বামী সংশি¬ষ্ট ইউপি মেম্বার হাছেন আলীর কাছে ক্যামেরাটি জমা দেয়। আশরাফুল জানায়, ক্যামেরাটি মেম্বারের কাছে দিয়েছি। সাজুর বাবা রায়হান কাল (মঙ্গলবার) সন্ধ্যায় এসে আমার কাছে ক্যামেরাটি চায় এবং ঘটনাটির বিচার তিনি নিজেই করবেন বলে জানায়। ওরা প্রভাবশালী, তাই মামলা করার সাহস পাচ্ছি না। ওই গৃহবধু জানায়, সাজু আমার মুখ চেপে টেনেহিচড়ে আখক্ষেতে নিয়ে ধর্ষনের চেষ্টা করলে চিৎকার দেই। পরে সে পালিয়ে যায়। সাজুর বাবা রায়হান বলেন, আমরা ছেলে সাজু ওদের বাড়ী যায়নি। ঘটনাটি সাজানো বলে দাবী করেন তিনি। ইউপি মেম্বার হাছেন আলী বলেন, ঘটনা যা শুনেছেন, তা সত্য। ক্যামেরাটি আমরা কাছে জমা দেয়া হয়েছে। আজ সন্ধ্যায় গ্রামে বসে বিষয়টি ফয়সালা করবো। থানার ওসি রেজাউল করিম জানান, এ ধরনের অভিযোগ এখনো পাইনি। উলে¬খ্য, ধনাঢ্য রায়হান মিয়ার ছেলে ১ সন্তানের জনক সাজু স্থানীয় ওমরপুর (ফলির বিল) বাজারে ষ্টুডিও’র ব্যবসা করে।