পীরগঞ্জের নিখোঁজ বিএনপি নেতা পুলিশের কাছে এসে হাজির হলেন!

মামুনুররশিদ মেরাজুল-

পীরগঞ্জে নিখোঁজ হওয়া বিএনপি নেতা স্কুল শিক্ষক নায়েব আলী গত রোববার রাতে পুলিশের কাছে ধরা দিয়েছে। সে গত ৬ সেপ্টেম্বর রংপুর যাওয়ার পথে নিখোঁজ হয়। এ ব্যাপারে ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে পরিবারের পক্ষ থেকে জিডি করা হয়েছিল।
ভেন্ডাবাড়ি তদন্ত কেন্দ্রের সুত্রে জানা গেছে, পীরগঞ্জের নিধিরামপুর নি¤œ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক উপজেলা বিএনপির নেতা নায়েব আলী গত ৬ সেপ্টেম্বর মোটর সাইকেলযোগে রংপুর যাওয়ার পর থেকেই নিখোঁজ হয়। এরপর তার মোবাইল ফোন বন্ধ ছিল। পরিবারের পক্ষ থেকে ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে জিডি এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারনা চালানো হয়। একপর্যায়ে রোববার সন্ধ্যার পর  কথিত নিখোঁজ ওই শিক্ষক নিজেই পুলিশের কাছে আসে। রাতভর বিষয়টি নিয়ে দেনদরবার শেষে গভীর রাতে তাকে থানা থেকে ছেড়ে দেয়া হয়। এ ব্যাপারে থানার ওসি হারুন অর রশিদ জানান, ওই শিক্ষক দিনাজপুরের ফুলবাড়ীতে তার আত্মীয়ের বাড়ীতে বেড়াতে গিয়ে মোবাইল ফোনটি বন্ধ করে রেখেছিল বলে সে জানায়। সে অপহরন বা কারো বিরুদ্ধে অভিযোগ না করায় তার পরিবারের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে।

পুরোনো সংবাদ

রংপুর 6494429117473725505

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item