রংপুরের গঙ্গাচড়ায় অশ্লীল নগ্ন নৃত্য ও জুয়ার আসর পুড়িয়ে দিলো পুলিশ-চরবাসী!

মামুনুর রশিদ মেরাজুল, পীরগঞ্জ (রংপুর) থেকে ঃ

জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় ২ ঘন্টা পথ পাড়ি দিয়ে দুর্গম চরে অভিযান চালিয়ে চরবাসীকে সাথে নিয়ে  অশ্লীল  নৃত্যের ও জুয়ার আসর ভেঙ্গে আগুন ধরিয়ে দিয়েছে পুলিশ ও এলাকাবাসী। এরপর ওই আসর থেকে এক মহিলা বাউল শিল্পীসহ ৭ জুয়াড়ীকে হাতেনাতে আটক করেছে। রংপুরের গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়নের দূর্গম চর মিনার বাজার এলাকায় ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও চরবাসীর সুত্রে জানা গেছে, রংপুরের গঙ্গাচড়া ও লালমনিরহাটের কালিগঞ্জের সীমান্তবর্তী এলাকায় তিস্তা নদীর চর মিনার বাজারে কয়েকদিন ধরে অশ¬ীল নৃত্য ও জুয়ার আসর চলছে। গত বুধবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে রংপুর ‘এ’ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলামের নেতৃত্বে গঙ্গাচড়া সদর থেকে ২৫ কি. মি দুরে থানার এসআই ওয়াহাব, আলী ও মিজানসহ ২০ জনের একটি পুলিশ দল অভিযান পরিচালনা করে অশ¬ীল নৃত্য ও জুয়ার আসর ভেঙ্গে দিয়ে আগুন ধরিয়ে দিলে চরবাসী আনন্দ উল¬াস করে। এ সময় পুলিশ বাউল শিল্পী সোহাগী বেগম, জুয়াড়ী- মফিজুল ইসলাম, মনোয়ার হোসেন, আশরাফুল ইসলাম, নাসির উদ্দিন, শহিদুল ইসলাম, এন্তাজ আলী ও শফিয়ার রহমানকে আটক করে। নাম প্রকাশে অনিচ্ছুক চরবাসী জানায়, ইউপি সদস্য শহিদুল ইসলামের নেতৃত্বে কয়েকদিন ধরে জুয়া ও অশ¬ীল নৃত্যের আসর চলছে। এসআই আলী বলেন, তিস্তা নদীতে নৌকায় ২ ঘন্টার পথ পেরিয়ে বালুচরে প্রায় পৌনে এক ঘন্টা পায়ে হেঁটে ওই জুয়া আসরে যাই। এ সময় স্থানীয়দের সহযোগিতায় নৃত্য ও জুয়া আসর ভেঙ্গে আগুন ধরিয়ে দেয়া হয়। চরের লোকজন হিংস্র হয়, তারপরও জীবনের ঝুঁকি নিয়ে ওই স্থানে অভিযান চালিয়েছি। ওসি (তদন্ত) নজরুল ইসলাম বলেন, এ উপজেলাকে জুয়ামুক্ত করতেই দুর্গম এলাকাতেও অভিযান চালানো হয়েছে। আটককৃতদের জুয়াড়ীদেরকে ইউএনও আমিনুল ইসলাম এর কক্ষে ভ্রাম্যমান আদালতে জুয়াড়ী শফিয়ার রহমানের ১৫ দিনের কারাদন্ড এবং প্রত্যেকের ১ হাজার টাকা করে জরিমানা করা হয় এবং বাউল শিল্পী সোহাগী বেগমকে মহিলা ইউপি সদস্য মিনা বেগমের জিম্মায় দেয়া হয়েছে।

পুরোনো সংবাদ

রংপুর 3647434420114124777

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item