নীলফামারীতে ৮৩৭ পূজামন্ডব
https://www.obolokon24.com/2017/09/nilphamari_24.html
ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ২৫ সেপ্টেম্বর॥
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এবারে নীলফামারীর ছয় উপজেলা ও চার পৌরসভা এলাকায় ৮৩৭টি পূজামন্ডপ স্থাপিত হয়েছে। হিন্দু সম্প্রদায়ের বৃহৎ এই ধর্মীয় উৎসব ঘিরে আজ সোমবার বোধনের মধ্যে দিয়ে উৎসবের সুচনা শুরু হয়। শারদীয় দুর্গাপূজা আনন্দঘন পরিবেশে নির্বিঘœ ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ প্রশাসন ও র্যাব। এ ছাড়া জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষেও তদারকি করা হচ্ছে।
এ দিকে প্রতিটি পুজামন্ডবের জন্য সরকারী ভাবে ৫০০ কেজি করে চাল প্রদান করা হয় বলে জানান জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা এ টি এম আখতারুজ্জামান।
সুত্রমতে, জেলার ৮৩৭টি পূজামন্ডবের মধ্যে নীলফামারী সদর উপজেলা ও পৌরসভা এলাকা মিলে মন্ডপ ২৭৯ টি, জলঢাকা উপজেলা ও পৌরসভা এলাকা মিলে মন্ডপ রয়েছে ১৬৪ টি, কিশোরীগঞ্জ উপজেলায় ১৪৪ টি, ডোমার উপজেলা ও পৌরসভা এলাকা মিলে ৯৩, সৈয়দপুর উপজেলা ও পৌরসভা এলাকা মিলে ৮০ টি এবং ডিমলায় ৭৭টি।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এবারে নীলফামারীর ছয় উপজেলা ও চার পৌরসভা এলাকায় ৮৩৭টি পূজামন্ডপ স্থাপিত হয়েছে। হিন্দু সম্প্রদায়ের বৃহৎ এই ধর্মীয় উৎসব ঘিরে আজ সোমবার বোধনের মধ্যে দিয়ে উৎসবের সুচনা শুরু হয়। শারদীয় দুর্গাপূজা আনন্দঘন পরিবেশে নির্বিঘœ ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ প্রশাসন ও র্যাব। এ ছাড়া জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষেও তদারকি করা হচ্ছে।
এ দিকে প্রতিটি পুজামন্ডবের জন্য সরকারী ভাবে ৫০০ কেজি করে চাল প্রদান করা হয় বলে জানান জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা এ টি এম আখতারুজ্জামান।
সুত্রমতে, জেলার ৮৩৭টি পূজামন্ডবের মধ্যে নীলফামারী সদর উপজেলা ও পৌরসভা এলাকা মিলে মন্ডপ ২৭৯ টি, জলঢাকা উপজেলা ও পৌরসভা এলাকা মিলে মন্ডপ রয়েছে ১৬৪ টি, কিশোরীগঞ্জ উপজেলায় ১৪৪ টি, ডোমার উপজেলা ও পৌরসভা এলাকা মিলে ৯৩, সৈয়দপুর উপজেলা ও পৌরসভা এলাকা মিলে ৮০ টি এবং ডিমলায় ৭৭টি।