পঞ্চগড়ে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের বাড়ীতে আগুন ও ভাংচুর
https://www.obolokon24.com/2017/09/fire_11.html
মো: সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় :
পঞ্চগড়ে জমি নিয়ে দন্দে প্রতিপক্ষের বাড়ীতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনা স্থলে জানা যায় পঞ্চগড় সদর উপজেলার চাকলা হাট ইউনিয়নের সর্দার পাড়া গ্রামের মৃত ধনির উদ্দীনের পুত্র মকছেদুলের সাথে একই গ্রামের মৃত বজির উদ্দনের পুত্র রফিকুলের সাথে জমা জমি নিয়ে দীর্ঘদিন ধরে দন্দ ছিল। বিষয়টি নিয়ে স্থানীয় ভাবে বেশ কয়েকবার আপোষ বৈঠক হয়। আপোষে বিষয়টি নিষ্পত্তি না হলে গত ০৮/০৯/২০১৭ইং রোজ শুক্রবার বিকাল ৫.০০ টার কিছু পরে রফিকুল, ইয়াকুব, রবিউল, আনোয়ার এর নেতৃত্বে ২০/২৫ জন র্দুবৃত্ত মকছেদুলের বাড়ীতে পেট্রোল দিয়ে আগুন দেয়। দুবৃত্ত্বদের দেওয়া আগুনে মকছেদুলের টিন সেট বাড়ীটি সম্পূর্ন ভাবে ছাই হয়ে যায়। আগুনের তাপে পাশের বিভিন্ন ফল, কাঠ, ও একটি সুপারী বাগান সম্পূর্ন ধ্বংস হয়ে যায়। প্রতিবেশী রব্বানী, মোস্তফা ও ভুট্টুর স্ত্রী রুবিনা জানায় ঘটনার সময় আমরাএখানে ছিলাম দুর্বৃত্তরা ছুরি কুড়াল নিয়ে চিৎকার করিতে করিতে আসে এসময় আয়নাল, মকছেদুলের বাড়ীতে পেট্রোল ঢেলে দেয় ও ইয়াছিন ঘরে আগুন লাগিয়ে দেয়। রফিকুল, ইয়াকুব, রবিউল, আনোয়ার, টাইগার (আনারুল), মকলেছার, আয়নাল, মনতাজ, মোস্তফা, আইনুল, জিএম কাদের, সরিফুল কে দেখেছি। ভূট্রুর বাড়ী ভাংচুর করে টাকা পয়সা ও মালামাল লুট পাট করে নিয়ে যায়। বিষয়টি নিয়ে রফিকুলের সাথে কথা বলতে গেলে রফিকুলকে না পেয়ে ইয়াকুব ও রবিউলকে পাওয়া যায়, তারা বাড়ি ভাংচুর করে মালামাল নিয়ে যাওয়ার কথা অস্বীকার করে। পঞ্চগড় সদর ফায়ার সার্ভিস ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনি। ঘটনার বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানায় খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রেনে আনে। কিন্তু এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করবো।
পঞ্চগড়ে জমি নিয়ে দন্দে প্রতিপক্ষের বাড়ীতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনা স্থলে জানা যায় পঞ্চগড় সদর উপজেলার চাকলা হাট ইউনিয়নের সর্দার পাড়া গ্রামের মৃত ধনির উদ্দীনের পুত্র মকছেদুলের সাথে একই গ্রামের মৃত বজির উদ্দনের পুত্র রফিকুলের সাথে জমা জমি নিয়ে দীর্ঘদিন ধরে দন্দ ছিল। বিষয়টি নিয়ে স্থানীয় ভাবে বেশ কয়েকবার আপোষ বৈঠক হয়। আপোষে বিষয়টি নিষ্পত্তি না হলে গত ০৮/০৯/২০১৭ইং রোজ শুক্রবার বিকাল ৫.০০ টার কিছু পরে রফিকুল, ইয়াকুব, রবিউল, আনোয়ার এর নেতৃত্বে ২০/২৫ জন র্দুবৃত্ত মকছেদুলের বাড়ীতে পেট্রোল দিয়ে আগুন দেয়। দুবৃত্ত্বদের দেওয়া আগুনে মকছেদুলের টিন সেট বাড়ীটি সম্পূর্ন ভাবে ছাই হয়ে যায়। আগুনের তাপে পাশের বিভিন্ন ফল, কাঠ, ও একটি সুপারী বাগান সম্পূর্ন ধ্বংস হয়ে যায়। প্রতিবেশী রব্বানী, মোস্তফা ও ভুট্টুর স্ত্রী রুবিনা জানায় ঘটনার সময় আমরাএখানে ছিলাম দুর্বৃত্তরা ছুরি কুড়াল নিয়ে চিৎকার করিতে করিতে আসে এসময় আয়নাল, মকছেদুলের বাড়ীতে পেট্রোল ঢেলে দেয় ও ইয়াছিন ঘরে আগুন লাগিয়ে দেয়। রফিকুল, ইয়াকুব, রবিউল, আনোয়ার, টাইগার (আনারুল), মকলেছার, আয়নাল, মনতাজ, মোস্তফা, আইনুল, জিএম কাদের, সরিফুল কে দেখেছি। ভূট্রুর বাড়ী ভাংচুর করে টাকা পয়সা ও মালামাল লুট পাট করে নিয়ে যায়। বিষয়টি নিয়ে রফিকুলের সাথে কথা বলতে গেলে রফিকুলকে না পেয়ে ইয়াকুব ও রবিউলকে পাওয়া যায়, তারা বাড়ি ভাংচুর করে মালামাল নিয়ে যাওয়ার কথা অস্বীকার করে। পঞ্চগড় সদর ফায়ার সার্ভিস ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনি। ঘটনার বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানায় খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রেনে আনে। কিন্তু এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করবো।