ডিমলায় বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করনের দাবীতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি ॥

নীলফামারীর ডিমলায় সোমবার সকালে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করনের দাবীতে মানববন্ধন করেছে বেসরকারী শিক্ষক কর্মচারী ফোরাম। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের সুটিবাড়ী মোড়ে স্মৃতি অম্লান চত্তরে এ মানববন্ধন কর্মসুচী পালন করা হয়। এতে উপজেলার ৭২টি মাধ্যমিক ও নি¤œ মাধ্যমিক, ২৮টি মাদ্রাসা, ৯টি উচ্চ মাধ্যমিক ও ডিগ্রি কলেজ ও ৫টি কারিগরি কলেজের সহ¯্রাধিক শিক্ষক কর্মচারী অংশগ্রহন করেন। শিক্ষকের দাবী করেন সকল মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কারিগরি কলেজকে জাতীকরন করতে হবে।  এ সময় বক্তব্য রাখেন জনতা কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আব্দুল মান্নান, সুন্দরখাতা স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ আনিছুর রহমান, জেলা পরিষদ স্কুল এ্যাড কলেজের অধ্যক্ষ আব্দুল হালিম, ছোটখাতা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ বজলার রহমান, বেসরকারী শিক্ষক কর্মচারী ফোরামের সভাপতি সেলিম  জাহাঙ্গীর, সহ-সভাপতি আফরাইম আল মিছরি বাবলু, সদস্য সচিব জুয়েল রানা,  ডিমলা উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত)  প্রধান শিক্ষক লুৎফর রহমান, ছাতনাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম, পশ্চিম ছাতনাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুলবুল রহমান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ডিমলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু তাহের। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিমের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান জাতীকরনের দাবীতে প্রধানমন্ত্রীর স্বারকলিপি প্রদান করা হয়েছে।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 3017316851633297487

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item