তথ্য অধিকার দিবস উপলক্ষ্যে ফুলবাড়ীতে পল্লীশ্রির উদ্দ্যগে সচেতনতা মুলক ষ্টল

মেহেদী হাসান উজ্জ্বল, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষ্যে দিনাজপুরের ফুলবাড়ীতে বেসরকারী সংস্থা পল্লীশ্রির উদ্দ্যগে সচেতনতা মুলক ষ্টল দেয়া হয়।
সারাবিশ্বে দিবসটি মূলত পালিত হয় মানুষকে সব ধরনের তথ্য জানার অধিকার বিষয়ে সচেতন করতে। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও নানা আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে দিবসটি পালন করা হয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ও বেতদিঘি ২টি ইউনিয়নে পৃথক পৃথক ভাবে পল্লীশ্রির আয়োজনে সচেতনতা মুলক ষ্টল করা হয়। খয়েরবাড়ী ষ্টল পরিদর্শন করেন খয়ের বাড়ী ইউনিয়নের চেয়ারম্াণ আবুতাহের মন্ডল, ইউপি সচিব রাজেউর রহমান, ইউপি কাউন্সিলর মোস্তাফিজুর রহমান মিলন,এ সময় উপস্থিতছিলেন সিডিএস জান্নাতুল ফেরদৌস মুক্তা, সাহানাজ পারভিন ও সিভিও, সিএসও সদস্য গন। একই সাথে বেতদিঘী ষ্টল পরিদর্শন করেন ইউপি সচিব নুরআলম ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, পল্লীশ্রির পিসি মইনুল হক বাপ্পী, সিএসও সদস্য সিমন সরেন কমিনিটি সুপার ভাইজার জুয়েল রানা ও রওশন আরা।

পুরোনো সংবাদ

দিনাজপুর 3318295908748027757

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item