ফুলবাড়ীতে ২৯ বিজিবি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মেহেদী হাসান উজ্জ্বল, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: 

দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে ফুলবাড়ীর রাঙ্গামাটি ২৯ বিজিবি’র সদর দপ্তরে  বৃহস্পতিবার দুপুর ১২টায় কেক কেটে, আলোচনা সভা ও প্রীতিভোজের আয়োজন করা হয়। ২৯ বিজিবি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সংক্ষিপ্ত এক আলোচনায় বক্তব্য রাখেন বিজিবি’র রংপুর রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল একেএম সাইফুল ইসলাম, পিএসসি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ জাকির হোসেন, (পিবিজিএমএস)। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ খন্দকার সাইফুল আলম (পিবিজিএম, পিবিজিএমএস), ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মাহবুব মোর্শেদ, ঠাকুরগাঁও সেক্টর কমান্ডারসহ বর্ডার গার্ড হাসপাতাল, ঠাঁকুরগাও এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ ফয়েজুল ইসলাম, ২০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল রাশেদ মোহাম্মদ আনিসুল হক, রংপুর সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ আবুল কালাম আজাদ (এ.এম.ডাব্লিউ,সি, পি.এস.সি, জি), ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্ণেল দেওয়ান মোহাম্মদ লিয়াকত আলী, রাজশাহী সেক্টর কমান্ডার কর্ণেল গাজী সাজ্জাদ (এস,পি,পি, পি.এস.সি), ফুলবাড়ী ২৯ বিজিবির সহকারী পরিচালক মোঃ সাইদুর রহমান, দিনাজপুর র‌্যাব-১৩ কমান্ডার মেজর মোঃ সাকিব, ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল সালাম চৌধুরী, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ শেখ নাসিম হাবিব, বড়পুকুরিয়া কয়লা খনির মাইনিং জি, এম এটিএম নুরুজ্জামান চৌধুরী, ডেপুটি ম্যানেজার মাসুদ হাওলাদার।
অনুষ্ঠানে আরো যোগদেন বেসামরিক কর্মকর্তা, সিভিল প্রশাসন, গণমাধ্যম কর্মী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। 

পুরোনো সংবাদ

দিনাজপুর 17999499343670581

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item