দিনাজপুরে পাসপোর্ট সেবার মান উন্নয়ন ও সেবা সহজীকরন বিষয়ক আলোচনা ও মতবিনিময় সভা

মোঃ আঃ সাত্তার, দিনাজপুর প্রতিনিধি ॥
“পাসপোর্ট নাগরিক অধিকার-নিঃস্বার্থ সেবাই অঙ্গীকার” এই শ্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসনের সহযোগিতায় ও আঞ্চলিক পাসপোর্ট অফিস দিনাজপুর’র আয়োজনে ১৪ সেপ্টেম্বর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে পাসপোর্ট সেবার মান উন্নয়ন ও সেবা সহজীকরন বিষয়ক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মীর খায়রুল আলম। আঞ্চলিক পাসপোর্ট অফিস দিনাজপুর’র সহকারী পরিচালক রোতিকা সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ। মুক্ত আলোচনায় অংশ নেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম রাব্বী, দিনাজপুর এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ খলিলুর রহমান, দিনাজপুর পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ মুসলিম উদ্দীন, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ মতিউর রহমান, দিনাজপুর চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জহির শাহ্, সচেতন নাগরিক কমিটি সনাকের সভাপতি ও সাবেক পৌর মেয়র সফিকুল হক ছুটু, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ সাখাওয়াত হোসেন সরকার প্রমূখ। অনুষ্ঠানে পাসপোর্ট সেবা প্রদান কারী ও সেবা গ্রহীতা ছাড়াও সাংবাদিকসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানে ঢাকা আগারগাঁও ইমিগ্রেশন পাসপোর্ট অধিদপ্তর থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত অতিথি ও সেবা গ্রহীতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পরিচালক এবং উপ-পরিচালকবৃন্দ। আলোচনা সভায় বক্তারা বলেন, পাসপোর্ট গ্রহনে পূর্বে ব্যাপক ভোগান্তি পোহাতে হতো। বর্তমানে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার মাধ্যমে ডিজিটাল পাসপোর্ট প্রদান করে এই সেবা জনগনের দোরগোড়ায় পৌছে দিতে সক্ষম হয়েছেন। এখন কোন প্রকার ভোগান্তি ছাড়াই মানুষ এখন পাসপোর্ট সেবা পাচ্ছে। পাসপোর্ট অফিসের সর্বস্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে। যার ফলে কোন দালাল বা কোন চক্রই এখানে এখন সুবিধা করতে পারছে না। মানুষ সরাসরিই সেবা পাচ্ছে। এরপরও যদি কোন সমস্যা বা কারও কিছু বুঝতে অসুবিধা হয়, তাদের জন্য অফিস চত্বরে একটি হেল্প ডেক্স স্থাপন করা হয়েছে। এই হেল্প ডেক্স থেকেই মানুষ যে কোন তথ্য ও সরাসরি বিভিন্ন সেবা গ্রহন করতে পারবে। বক্তারা বলেন, কোন প্রকার দালালচক্রের ফাঁদে পা না দিয়ে সরাসরি অফিসে এসে সেবা চাইলেই দ্রুত সেবা প্রদান করা হচ্ছে। মনে রাখতে হবে- গ্রাহকদের মিথ্যা তথ্য প্রদান, তথ্য গোপন ও ত্র“টিপূর্ণ কাগজপত্র দাখিল থেকে বিরত থাকতে হবে। তবে বিভিন্ন কারনে পাসপোর্ট দিতে দেরী হলে সেজন্য সরাসরি অফিসেই যোগাযোগ করতে হবে। অর্থাৎ সেবা প্রদানকারী ও সেবা গ্রহণকারীর মধ্যে সরাসরি যোগাযোগই আমাদের ভোগান্তি অনেকাংশে লাঘব করবে।

পুরোনো সংবাদ

দিনাজপুর 4893178123253411869

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item