লিপির গানে মুগ্ধ হয়ে হারমোনিয়াম প্রদানের ঘোষনা দিলেন জলঢাকা ব্রাক মাধ্যমিক স্কুল

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ
সুন্দর, সুবর্ণ ,তারুণ্য, লাবন্য - অপুর্ব রুপসী, রুপেতে অনন্য গান দিয়ে শুরু করে এ প্রজন্মের সংগীত শিল্পী লিপি শেষ করলেন রংপুরের হৃদয়ের গান "আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখিরে" দিয়ে এর মাঝে গাইলেন সাবিনা ইয়াসমিন ও রুনা লায়লার জনপ্রিয় কিছু গান আর মন্ত্রমুগ্ধ হয়ে শুনলেন ব্রাক পরিচালিত জলঢাকা মাধ্যমিক স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অতিথি বৃন্দ। অনু্ষ্ঠানে লিপির গাওয়া গানে মুগ্ধ হয়ে উপস্হিত সকলের সামনে ব্রাক স্কুলের পক্ষ থেকে তাকে (লিপি) হারমোনিয়াম প্রদানের ঘোষনা দেন স্কুলের প্রধান শিক্ষক ইব্রাহিম খলিল। সম্প্রতি রংপুর বিভাগের অনলাইন পত্রিকা উত্তরবাংলা ডটকম স্টুডিওর লাইভ প্রোগামে গান গেয়ে সুনাম অর্জন করে সাবিনা ইয়াসমিন খ্যাত ১০ম শ্রেনীর শিক্ষার্থী জলঢাকার লিপি আকতার লিনা। বৃহস্পতিবার ব্রাক মাধ্যমিক স্কুল তাদের শিক্ষার্থীদের উৎসাহ দিতে লিপির গান নিয়ে স্কুল প্রাঙ্গণে আয়োজন করে সাংস্কৃতিক অনু্ষ্ঠানের।
এসময় উপস্হিত ছিলেন ব্রাক মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক ইব্রাহিম খলিল মিন্টু, মিরগঞ্জ হাট ডিগ্রী মহাবিদ্যালয়ের প্রভাষক আ স ম ফরিদ উল হাসান, সিনিয়র শিক্ষক মর্তুজা ইসলাম, ভরা নদীর বাঁকে'র পরিচালক রুবেল হক, তবলাবাদক কৃষ্ণ চন্দ্র রায় সহ ব্রাক মাধ্যমিক স্কুলের সকল শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ। প্রধান শিক্ষক ইব্রাহিম খলিল বলেন প্রতি বৃহস্পতিবার আমাদের মিউজিক ক্লাস হয়ে থাকে। সম্প্রতি রংপুরের উত্তরবাংলা ডটকম স্টুডিও লাইভ প্রোগাম সহ রংপুর বিভাগের বিভিন্ন জেলা উপজেলায় গান করে সুখ্যাতি অর্জন করে লিপি। তাই আমরা বিদ্যালয়ের  শিক্ষার্থীদের উৎসাহ দিতে স্কুল ছুটির পর লিপিকে নিয়ে এই গানের আয়োজন করি।

পুরোনো সংবাদ

নীলফামারী 8201701861138618337

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item