ফখরুল ঢাকায় বসে শুধু ফাঁকা আওয়াজ দেন : ঠাকুরগাঁওয়ে মায়া

 
আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্র‌তিনি‌ধি:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে উদ্দেশ্য করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া  বলেছেন, ফখরুল মিথ্যা কথা বলেন, মানুষের নাকি খাদ্যের ব্যবস্থা নেই, তিনি কয় বস্তা চাল নিয়ে এসেছেন। শুধু ঢাকায় বসে ফাঁকা আওয়াজ দেন। 
 
শুক্রবার বিকেলে ঠাকুরগাঁওয়ে বন্যা কবলিত পরিদর্শন ও ত্রাণ বিতরণ শেষে এক সভায় তিনি এ সময় কথা বলেন।   
 
ত্রাণমন্ত্রী বলেন, খালেদা বিদেশে লন্ডনে বসে ষড়যন্ত্র করছে। কিভাবে একটি গণতন্ত্র সরকারকে সরিয়ে ক্ষমতায় আসা যায় সেই নিয়ে ষড়যন্ত্র করতে ব্যস্ত সময় পার করছেন তারা। 
 
তিনি আরো বলেন, বন্যা কবলিত মানুষের কষ্ট দূর না হওয়া পর্যন্ত  প্রধানমন্ত্রী আপনাদের পাশে আছেন, থাকবেন। খাদ্যের অভাব নাই, টাকার অভাব নাই। চাইবেন ১০০, আমরা দিবো ১১০। বার বার দরকার শেখ হাসিনার সরকার। আগামী নির্বাচনী নৌকা মার্কাকে জয়ী করার জন্য তিনি আহ্বান জানান।
 
এ সময় জেলা প্রশাসক আব্দুল আওয়ালের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের এমপি রমেশ চন্দ্র সেন, ইয়াসিন আলী এমপি, সংরক্ষিত মহিলা আসনের এমপি সেলিনা জাহান লিটা।
 
পরে তিনি বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে দূর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

পুরোনো সংবাদ

নির্বাচিত 6884657512395508156

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item