৪ দিন পর সুর্যের দেখা পেল পীরগঞ্জবাসী!

মামুনুর রশিদ মেরাজুল,পীরগঞ্জ (রংপুর) থেকে ঃ

পীরগঞ্জবাসী ৪ দিন পর সুর্যের দেখা পেয়েছে। গত ১০ আগষ্ট সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে বিরতিহীনভাবে রোববার বিকেল ৩ টা পর্যন্ত অব্যাহত থাকায় সুর্যেও দেখা মেলেনি। আর এ সময়ে উপজেলাবাসীর জীবন বিপর্যস্ত হয়ে পড়েছিল। অতিবৃষ্টির কারণে আবাদী ফসলের ক্ষতিসহ পুকুরের মাছ পানিতে ভেসে গেছে। পাশাপাশি নি¤œ আয়ের কর্মঠ মানুষরা কর্মহীন হয়ে পড়েছিল। পাশাপাশি বৃহষ্পতি ও শনিবার উপজেলার প্রায় অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থী শুন্য থাকায় ক্লাস হয়নি। গতকাল সুর্যের দেখা পেয়ে বৃষ্টিজনিত সমস্যার সমাধান হয়েছে। ৪ দিনের অতিবৃষ্টির কারণে ক্ষয়ক্ষতির পরিমান উল্লেখ করে উপজেলা কৃষি বিভাগ রংপুর জেলা অফিসে প্রতিবেদন পাঠিয়েছে।
উপজেলা কৃষি বিভাগ সুত্রে জানা গেছে, ৪ দিনের  অতিবৃষ্টিতে উপজেলার ১৫ টি ইউনিয়নের ৩৬ টি কৃষি ব্লকে রোপা আমন ও শাকসবজির ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। হাইব্রীড জাতের আমন বীজতলা ৭৫ হেক্টর, উফসী ১ হাজার ৩৬০ হেক্টর এবং স্থানীয় ৩০ হেক্টর মোট ১ হাজার ৪৬৫ হেক্টর বীজতলার মধ্যে মাত্র ২’শ হেক্টর বীজতলা ভাল রয়েছে। ১ হাজার ২৬৫ হেক্টর বীজতলা বিনষ্ট হওয়ায় কৃষকরা চারা সংকটে পড়েছে। ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, আবাদকৃত ২১ হাজার ২৭৫ হেক্টর রোপা আমনের মধ্যে ৮ হাজার ১১০ হেক্টর বিনষ্ট এবং ১ হাজার ৪৩০ হেক্টর শাকসবজির মধ্যে ১১৫ হেক্টর বিনষ্ট হয়ে গেছে। উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মিঠু চন্দ্র অধিকারী জানান, বৃষ্টি অব্যাহত থাকলে ক্ষয়ক্ষতির পরিমান আরও বৃদ্ধি পাবে। আজ (গতকাল রোববার) ৪ দিন পর সুর্যের দেখা পাওয়ায় মনে হচ্ছে আপাতত: বৃষ্টি হবে না। আমরা ক্ষয়ক্ষতির পরিমান নিরুপন করে আজ (গতকাল) রংপুর কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালকের কাছে প্রতিবেদন পাঠিয়েছি। গতকাল উপজেলা সদরের প্রায় সব দোকানই খোলা ছিল। জনজীবন স্বাভাবিক হয়ে গেছে। গত ৪দিনের বৃষ্টিতে সাধারন মানুষ ঘর থেকে বের হতে পারেনি। উপজেলার অনেক গ্রামীন রাস্তা পানিতে ডুবে গেছে বলে অনেক গ্রাম থেকে খবর পাওয়া গেছে।

পুরোনো সংবাদ

রংপুর 1060851629866429661

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item