প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৫ আগষ্টের শোককে শক্তিতে পরিণত করে ........আশিকুর রহমান

এস.কে.মামুন

জনপ্রশাসন মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৫ আগষ্টের শোককে শক্তিতে পরিণত করে বাঙ্গালী ঘুরে দাঁড়িয়েছে। তাই বিশ্বের দরবারে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশে পরিণত হচ্ছে। বাঙ্গালী জাতি বীরের জাতি। যারা বঙ্গবন্ধু ও স্বপরিবারকে হত্যা করে ভেবেছিলো বঙ্গবন্ধুর নাম নিশানা মনে হয় মুছে যাবে কিন্তু বাঙ্গালী জাতি বীরের জাতি, যে জাতি যার নেতৃত্বে স্বাধীন হয়েছিলো সেই মহান স্বাধীনতার নেতৃত্বদানকারী মহান নেতা বঙ্গবন্ধুকে ভুলে যেতে পারে না। বরং বাঙ্গালী জাতি আবার ঘুরে দাঁড়িয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুদক্ষ নেতৃত্বে। সোমবার পুলিশ কমিউনিটি হলে জেলা পুলিশ রংপুরের আয়োজনে জাতীয় শোক দিবসের শোকগাথা ও আলোচনা সভায় সম্মানিত অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক বীরমুক্তিযোদ্ধা টিপু মুনসী এমপি বলেছেন, পনের আগষ্টে পরিবারের বাবা-মাসহ প্রায় সকল সদস্যকে হারিয়েও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক কে শক্তিতে পরিণত করে বাংলাদেশ কে একটি সমৃদ্ধশালী দেশে পরিণত করতে রাত-দিন খেটে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের দরবারে স্বাস্থ্য, খাদ্য, উন্নয়ন সহ বিভিন্ন সুচকে রোল মডেল। তিনি আরো বলেন, বাংলাদেশর উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে হলে শেখ হাসিনা সরকার বার বার দরকার। জেলা পুলিশ রংপুরের আয়োজনে জাতীয় শোক দিবসের শোকগাথা ও আলোচনা সভায় রংপুরের পুলিশ সুপার মিজানুর রহমানের সভাপতিত্বে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন রংপুর রেঞ্জ পুলিশের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম, পিপিএম, পিবিআই রংপুর বিভাগের বিশেষ পুলিশ সুপার মজিদ আলী। বক্তব্য রাখেন রংপুর পুলিশ লাইন্স স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর কে এম জালাল উদ্দিন আকবর।

পুরোনো সংবাদ

রংপুর 4567998656006873696

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item