তিস্তার পানি কমলে বন্যা ক্ষতিগ্রস্থদের পূর্নবাসনের ব্যবস্থা করা হবে.......প্রতিমন্ত্রী রাঙ্গা

এস.কে.মামুন

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা বলেছেন, তিস্তার পানি কমলে বন্যা ক্ষতিগ্রস্থদের পূর্নবাসনের ব্যবস্থা করা হবে। সেই সাথে যে সকল রাস্তা-ঘাট, পুল-কালর্ভাট, শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ হয়েছে সেগুলোও পূনঃনির্মাণ করা হবে। তিনি সোমবার গঙ্গাচড়া উপজেলার মর্ণেয়া ইউনিয়নে বন্যা কবলিতদের মাঝে শুকনা খাবার বিতরনকালে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বন্যা দূর্গতদের পাশে সরকার সর্বদা রয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যার আগাম পূর্বাভাস পেয়ে কিছু প্রস্তুতি রেখে ছিলেন। তাই বন্যা কবলিতদের দূর্ভোগ লাঘবে সরকার পদক্ষেপ নিয়েছে। তাদের ত্রাণের ব্যবস্থা করেছে। পর্যায়ক্রমে পর্যাপ্ত ত্রাণ সহায়তা দেয়া হবে। ত্রাণ বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুর ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সভাপতি সামসুল আলম, মর্ণেয়া ইউপি চেয়ারম্যান মোছাদ্দেক হোসেনসহ অন্যান্য ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।
এ সময় মর্ণেয়া ইউনিয়নের বন্যা দুর্গত প্রায় এক হাজার পরিবারের মাঝে শুকনো খাবার মুড়ি, চিড়া ও গুড় বিতরণ করা হয়।

পুরোনো সংবাদ

রংপুর 2483070810732899885

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item