নীলফামারীতে কেন্দ্রীয় বিএমএর ত্রাণ বিতরণ

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ২৫ আগস্ট॥
নীলফামারীতে বন্যার্ত দুইশ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) কেন্দ্রীয় কমিটি। বিএমএ নীলফামারী শাখার আয়োজনে আজ শুক্রবার বেলা ১১টার দিকে জেলা শহরের রাবেয়া বালিকা বিদ্যা নিকেতন চত্ত্বরে ওই ত্রাণ বিতরণ করা হয়।
বিএমএ জেলা শাখার সভাপতি ডা. মমতাজুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে ত্রান বিতরনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহা পরিচালক (প্রশাসন) ও বিএমএ কেন্দ্রীয় কমিটির মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী, একই সংগঠনের দপ্তর সম্পাদক ডা. মোহম্মদ শেখ শহীদ উল্লাহ, কার্যকরি পরিষদের সদস্য ডা. মোহাম্মদ জাবেদ, প্রচার কমিটির সদস্য সুব্রত ঘোষ, সিভিল সার্জেন ডা. রনজিৎ কুমার বর্মন, জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা. মুজিবুল হাসান চৌধুরী, জেলা বিএমএর সাধারণ সম্পাদক ডা, দিলীপ কুমার রায়, পৌর আওয়ামী লীগের সভাপতি মুশফিকুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ্ আপেল, সাধারন সম্পাদক মাসুদ সরকার মাসুদ প্রমুখ।
জেলা বিএমএর সাধারণ সম্পাদক দিলীপ কুমার রায় জানান, জেলা সদরের বন্যার্ত দুইশ পরিবারের মাঝে চার কেজি করে চাল, এক কেজি ডাল, এক কেজি আলু ও পাঁচটি করে খাবার স্যালাইন বিতরণ করা হয়।
অপরদিকে একই সময় জেলায় সদরের চাপড়া সরঞ্জানী ইউনিয়নে যাদুর হাট এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩০টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
বিতরণ করা ত্রাণের মধ্যে চাল, ডাল, আলু, চিড়া, লবন, চিনি, সেমাই, তেল, খাবার স্যালাইন, ওষুধ, মোমবাতি ও ম্যাচ রয়েছে।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সদস্য ও ফার্মাসি বিভাগের সহকারি অধ্যাপক ড. মোহাম্মদ আবুল মহিদ, সাবেক সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসলেম উদ্দিন, জেলা কৃষি বিভাগের উপ-সহকারি কৃর্ষি কর্মকর্তা মোহসীন রেজা রূপম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন নেটওয়ার্ক অব ইয়াং নীলফামারীয়ানের সভাপতি আহমেদ সুমন, সদস্য রায়হান ফেরদৌস প্রমুখ।

পুরোনো সংবাদ

নীলফামারী 6188448857368312167

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item