প্রধানমন্ত্রীর অনুদানের চেকএক বছরেও পাননি রফিকুল ইসলাম
https://www.obolokon24.com/2017/08/kurigram_82.html
হাফিজুর রহমান হৃদয়, কুড়িগ্রাম প্রতিনিধি:
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রেরিত আর্থিকঅনুদানের ৩০ হাজার টাকার চেক
গত একবছরেও পায়নি উপজেলার হাতিয়া ইউনিয়নের অনন্তপুর গ্রামের রফিকুল ইসলাম।
দীর্ঘ একবছরের বেশি সময় ধরে চেকের পিছনে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়েছেন
তিনি।জানা গেছে, উপজেলার হাতিয়া ইউনিয়নের অনন্তপুর গ্রামের মৃত হযরত
আলীর(৭১-রগনহত্যায় নিহত) পুত্র হাতিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য রফিকুল
ইসলাম হৃদরোগেআক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজে চিকিৎসানেন। সেখান থেকে
চিকিৎসকরা উন্নতচিকিৎসার জন্য ঢাকা জাতীয় বক্ষ্যব্যাধী ইনস্টিটিউট হাসপাতাল
মহাখালিকে রেফার্ড করেন।সেখানে রফিকুলের হার্টের অপারেশন হয়। দীর্ঘ ১ মাস
১৫ দিন চিকিৎসার পর তিনি সুস্থ্যহন। চিকিৎসার জন্য তিনি শেষ স্বম্বল জমি ও
বাড়ী ভিটা বিক্রি করে নিঃস্ব হয়ে পড়েন। এঅবস্থায় তিনি প্রধানমন্ত্রীর
বরাবরে সাহায্য চেয়ে গত ৪ফেব্রুয়ারী ২০১৫ইংসালে আবেদনকরেন। প্রধানমন্ত্রীর
কার্যালয় থেকে মোহাম্মদ শামীম মুসফিক প্রধানমন্ত্রীর এসাইনমেন্টঅফিসার
স্বাক্ষরীত গত ৫মে ২০১৬ পত্রে রফিকুল ইসলামের নামে ৩০ হাজার টাকা বরাদ্দ
দিয়েএকটি চেক ইস্যু করা হয়। চেক নম্বর-৫৭০২৮৯৫,তারিখ-০৩/০৫/২০১৬ ই।ওই
পত্রের অনুলিপিদিয়ে রফিকুল ইসলামকে উলিপুর উপজেলা নির্বাহী অফিসার অথবা
জেলা প্রশাসকের কার্যালয়হতে চেক সংগ্রহ করার জন্য অনুরোধ করা হয়।
পত্রপ্রাপ্তির পর তিনি দীর্ঘ এক বছরের অধিকসময় ধরে কখনো উপজেলা নির্বাহী
অফিসারের কার্যালয় আবার কখনও জেলা প্রশাসকেরকার্যালয়ে চেকের জন্য ধরনা
দিয়েও অদ্যাবধি তার প্রাপ্য চেকটি পাননি। চেকের জন্যঘুরতে ঘুরতে ক্লান্ত
হয়ে পড়েছেন তিনি ।চেকের বিষয়ে কুড়িগ্রাম ত্রান অফিস ও উলিপুরউপজেলা
নির্বাহী অফিসরের সাথেযোগাযোগ করা হলে তারা জানান, এই নামে কোন চেক তারা
পাননি।