জলঢাকায় জাতিসংঘে পুরস্কারপ্রাপ্ত কেশবের উপর হামলা। বাড়ীঘর ভাংচুর ॥ গ্রেফতার-১


মর্তুজা ইসলাম,জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ 
নীলফামারীর জলঢাকায় বৃহস্পতিবার দুপুরে মোটর সাইকেল যোগে বাড়ী ফেরার পথে আন্তর্জাতিক খ্যাত কেশব রায়ের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বর্তমানে সে জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছে। কেশব বাদী হয়ে জলঢাকা থানায় একটি মামলা দায়ের করেছে।

এ ঘটনায় জড়িত জোসনা রানী নামের একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ২০১৩ সালে জাতিসংঘে ইউথ ক্যারেস এ্যায়ার্ড ফর চিলড্রেন পুরুস্কার প্রাপ্ত কেশব রায়ের বাড়ি জলঢাকা উপজেলা কৈমারী ইউনিয়নের বিন্যাকুড়ী পূর্বপাড়া গ্রামে। সে ওই গ্রামের অজিন্দ্র বর্মনের ছেলে। কেশব জানায় বুধবার আমাদের বাড়ীর বাঁশঝাড় থেকে বেশ কয়েকটি বাশ কেটে নিয়ে যায় এলাকার চিহ্নিত কিছু সন্ত্রাসী। আমার বাবা বাধা দিলে তাকেও মারধর করে তারা। একপর্যায় আমাদের বাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর করে। তিনি আর বলেন, বৃহস্পতিবার দুপুরে আমি অফিসের কাজ শেষে বাড়ী ফেরার পথে আমার উপর হামলা চালায়। এ বিষয়ে জলঢাকা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, অভিযোগটি আমলে এনে ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে কেশবের উপর হামলার ঘটনায় জলঢাকা উপজেলার বিভিন্ন সংগঠন নিন্দা জানিয়েছেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 6380772342077385284

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item