বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার -১৪২১স্বর্ণপদক প্রাপ্ত রামনিবাস আগরওয়ালাকে সংবর্ধনা প্রদান

আবু ফাত্তাহ্ কামাল (পাখি) ,স্টাফ রিপোর্টার ঃ
নীলফামারীর ডোমারে বনওয়ারী লাল আগরওয়ালার বাসভবন প্রাঙ্গনে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার-১৪২১ স্বর্ণপদক প্রাপ্ত রামনিবাস আগরওয়ালাকে আজ সোমবার দুপুরে সংবর্ধনা প্রদান করেছে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার ।
জানা গেছে, বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর ১৯৭৩ সালে জাতির পিতা বঙ্গবন্ধু  শেখ মুজিবর রহমান কৃষি উন্নয়নে অনুপ্রেরনা যোগাতে কৃষি ক্ষেত্রে উল্লেখযোগ্য ও অনুকরনীয় অবদানের জন্য রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা “বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার” পুরস্কার প্রবর্তন করেন ।এ পুরস্কারে আওতায় প্রতিবছর তিনটি বিভাগে ৫টি স্বর্ণ,৯টি রৌপ্য ও ১৮টি ব্রোঞ্জ পদক প্রদান করা হয় ।এরই অংশ হিসাবে চলতি বছরে  ১৬ ই জুলাই পরিবেশ বান্ধব প্রযুক্তি উদ্ভাবন সম্প্রসারণ ও ব্যবহারে উল্লেখযোগ্য অবদানের জন্য রামনিবাস আগরওয়ালার স্বত্বাধিকারী  “অন্নপূর্ণা এগ্রো সার্ভিস”কে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার -১৪২১স্বর্ণপদক প্রদান করা হয় ।স্বত্বাধিকারী  রামনিবাস আগরওয়ালা জানান, “অন্নপূর্ণা এগ্রো সার্ভিস” ১৪০১ সাল হতে বিভিন্ন জৈব বর্জ্য যেমন -গোবর,কচুরিপানা,খড়,হাড়চুর্ণ,শিংচুর্ণ,কাঠের গুড়া,হাসঁ-মুরগীর বিষ্টা,চিনিকলের বর্জ্য ইত্যাদি পচন প্রক্রিয়ার মাধ্যমে উন্নতমানের পরিবেশ বান্ধব জৈব সার উৎপাদন  শুরু করে ।এ সারের ব্যবহার জনপ্রিয় করা , এর সুফল ও ব্যবহার পদ্ধতি সম্পর্কে রংপুর অঞ্চলে ৩০টি  উপজেলার ৬০০টির বেশী স্থানে সচেতনতা বৃদ্ধিমূলক  নাটিকা প্রদর্শনের ব্যবস্থা করেন ।৩০০ জন প্রান্তিক চাষিকে কেচোঁ সার তৈরির উপকরণ সরবরাহের মাধ্যমে “অন্নপূর্ণা জৈব সার” নামক কেচোঁ সার উৎপাদন ও ব্যবহারে উদ্বুধ করেন ।এ সার কৃষিকাজে রাসায়নিক  সারের ব্যবহার হ্রাস ও জৈব সার ব্যবহার বৃদ্ধিতে  সহায়ক ভুমিকা পালন করছে ।ফলে রাসায়নিক উৎপাদনমুক্ত কৃষিপণ্য উৎপাদন,মাটির স্বাস্থ্য উন্নয়ন,এবং পরিবেশ রক্ষায় অন্নাপূর্ণা এগ্রো সার্ভিসের কার্যক্রম অনন্য ভুমিকা রাখছে ।
শ্রী কৃষ্ণের জন্মাষ্টামী উৎযাপন পরিষদের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্টানে  গোরাচাঁদ অধিকারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন  উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনীয়া, উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল ,সাধারন সম্পাদক তোফায়েল আহম্মেদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ,ডোমার শাখার কমান্ডার নুরন নবী, অফিসার্স ইনচার্জ মোকছেদ আলী প্রমুখ ।



পুরোনো সংবাদ

নীলফামারী 2009014861743927744

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item