ফুলবাড়ী ২৯ বিজিবি কর্তৃক বন্যা কবলিত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ

মেহেদী হাসান উজ্জ্বল, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি কর্তৃক বন্যা কবলিত এলাকায় খাবার ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে ।
আজ ১৪ আগস্ট সোমবার বিকেল ৪টায়  ফুলবাড়ী উপজেলার  এলুয়ারী ইউনিয়নের বন্যা কবলিত এলাকায় প্রায় ৩০০ টি পরিবারের দুর্গত মানুষের মাঝে ফুলবাড়ী ২৯ বিজিবি কর্তৃক রান্নাকরা খাবার ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ২৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল খন্দকার সাইফুল আলম, পিবিজিএম নিজে উপস্থিত থেকে বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতর করেন।এ সময় উপস্থিত ছিলেন এলুয়ারী ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা নবীউল ইসলাম , স্থানিয় সুধিজন ও গন্নমান্য ব্যাক্তী বর্গ ।
উল্লেখ্য, গত ১৩ আগস্ট  ২৯ রবর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ রুদ্রানী  বিওপির দায়িত্বপূর্ণ এলাকার জগন্নাথপুর নিম্ন মাধ্যমিক প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেয়া প্রায় ৫০ টি পরিবারের মাঝে ২৯ বিজিবি  অধিনায়ক লেঃ কর্নেল খন্দকার সাইফুল আলম, পিবিজিএম কর্তৃক গুড়, মুড়ি, বিস্কুট এবং খিছুড়ী বিতরণ করেন। গত ১২ আগস্ট  হতে ফুলবাড়ী ২৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার বন্যা পীড়িত সাধারণ গ্রামবাসীকে বিজিবি সদস্যরা উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসে এবং নিয়মিতভাবে ত্রাণ সামগ্রী বিতরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

পুরোনো সংবাদ

দিনাজপুর 1441713999549973969

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item