ঠাকুরগাঁওয়ে কিশোরী ধর্ষণ মামলায় সেনা সদস্য গ্রেপ্তার

আব্দুল আউয়াল,ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় কিশোরীকে ধর্ষণের মামলায় এক সেনা সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বালিয়াডাঙ্গী থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, ভানোর ইউনিয়নের গাণ্ডিকারী বাজার থেকে আটক মনসুর আলীকে (২১) আটক করা হয়।

মনসুর বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের দিঘিপাড়া গ্রামের ইসরাইলের ছেলে। তিনি ঢাকা ক্যান্টনমেন্টের সৈনিক পদে কর্মরত রয়েছেন।

মামলার বলা হয়, ২০১৬ সালের ১৯ অক্টোবর মেয়েটি ঠাকুরগাঁও শহরে যাওয়ার জন্য বালিয়াডাঙ্গী উপজেলার স্থানীয় মোহাম্মদ আলীর পেট্রল পাম্পের সামনে গাড়ির অপেক্ষা করছিলেন।

“এ সময় মনসুর আলী, মুসাসহ অজ্ঞাত পরিচয় কয়েকজন যুবক তাকে জোর করে একটি  মাইক্রোবাসে তুলে শহরের একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে তিনদিন আটকে রেখে মনসুরআলীসহ অন্যারা তাকে ধর্ষণ করে।”

চারদিন পর (২৩ অক্টোবর) তারা মেয়েটিকে দিনাজপুরের বীরগঞ্জ থেকে ঢাকার গাজীপুর এলাকার একটি বাড়িতে নিয়ে যায়। সেখানেও প্রায় চার মাস আটকে রেখে ধর্ষণ করে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

চলতি বছরের ২ ফেব্রয়ারি মেয়েটি গাজীপুর থেকে পালিয়ে ঠাকুরগাঁওয়ে চলে আসে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

পরিদর্শক মিজানুর বলেন, গত ১৯ মার্চ মেয়েটি বাদী হয়ে মনসুর আলী ও মুসাসহ অজ্ঞাত পরিচয় তিনজনকে আসামিকে করে ঠাকুরগাঁও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি ধর্ষণ মামলা করেন।

“বিচারক মামলাটি তদন্ত করার জন্য বালিয়াডাঙ্গী থানার ওসিকে নির্দেশ দেন। পরদিনই মামলা নথিভুক্ত করা হয়।”

মনসুরকে মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।

পুরোনো সংবাদ

ঠাকুরগাঁও 9018729411590730675

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item