আটোয়ারীতে সিএনজি-অটো রিক্সায় চলছে মাদক ব্যবসা ডিবি পুলিশ কর্তৃক আটক এক

সাইদুজ্জামান রেজা,পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের আটোয়ারীতে সিএনজি- অটো রিক্সায় চলছে জমজমাট মাদক ব্যবসা। পুলিশ সুত্রে জানা যায়, গত ৫ জুলাই বুধবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে আটোয়ারী থানার ডিবি ওসি মোজাফ্ফর হোসেন সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে ফকিরগঞ্জ বাজার রোডে ৬ বোতল ভারতীয় ফিন্সিডিল সহ এক সিএনজি চালককে আটক করে। আটককৃত সিএনজি চালক ঠাকুরগাঁও জেলার আকচা গ্রামের সুলতানের পুত্র মন্টু হক(২৫)। আটককৃত মন্টুকে ৬ জুলাই বৃহস্পতিবার জেল হাজতে প্রেরন করে পুলিশ।  আটোয়ারী হতে পঞ্চগড়, ঠাকুরগাঁও, বোদা সহ উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় লাইসেন্স বিহিন সিএনজি, অটো রিক্সা অবাধে চলাচল করছে। জানা যায়, সরকার কৃর্তক সঠিক নির্দেশনা না থাকায় পুলিশ তাদের কিছুই করতে পারছে না। পুলিশ এসকল যানবাহন আটক বা তল্লাশী করে না। আর এই সুযোগ নিচ্ছে মাদক ব্যবসায়ী ও চোরাকারবারীরা। উপজেলার সোনাপাতিলা,রাজাগাঁও,দারখোড়,নদীডাঙ্গী,ছেপড়াঝাড়,বর্ষালুপাড়ার সীমান্ত দিয়ে ভারত থেকে নিষিদ্ধ ফিন্সিডিল,গাজা, ইয়াবা ও বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র বাংলাদেশে নিয়ে আসে এবং  সিএনজি, অটো রিক্সায় পঞ্চগড়, বোদা, ঠাকুরগাঁও হয়ে ছড়িয়ে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। কিছু দিন পূর্বে জনৈক ব্যক্তির চা বাগান থেকে পরিত্যাক্ত অবস্থায় গ্রেনেড বোমা উদ্ধার করে গিরাগাঁও বিজিবি। বর্তমানে চোরাকারবারী ও মাদক ব্যবসায়ীদের নিরাপদ বাহন হয়েছে সিএনজি অটো রিক্সা।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 4352178780463020542

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item