হল কর্তৃপক্ষের উদ্যোগে ইবিতে বৃক্ষরোপন


হুমায়ুন কবীর জীবন ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে আবাসিক হল কর্তৃপক্ষের উদ্যোগে এক বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় শেখ হাসিনা হলে বৃক্ষরোপন করার মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি প্রফেসর ড. মোঃ হারুন-উর-রাশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা। 

এসময় শেখ হাসিনা হলের প্রভোস্ট ও প্রভোস্ট কাউন্সিলের সভাপতি প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট প্রফেসর ড. শাহাদৎ হোসেন আজাদ, সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ আশরাফুল আলম, শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট প্রফেসর ড. আব্দুস শহীদ মিয়া, খালেদা জিয়া হলের প্রভোস্ট প্রফেসর ড. এস. এম মোস্তফা কামাল, বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট প্রফেসর ড. আহসান-উল-আম্বিয়া, লালন শাহ হলের প্রভোস্ট প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান ও প্রক্টর প্রফেসর ড. মোঃ মাহবুবর রহমানসহ হলের আবাসিক শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এব্যাপারে হল প্রভোস্ট কাউন্সিলের সভাপতি প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান বলেন, ক্যাম্পাসকে সম্পূর্ণ সবুজ ও প্রাকৃতি সৌন্দর্যে পরিনত করতে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে আবাসিক হলের উদ্যোগে তিন সহ¯্রাধিক বৃক্ষ রোপন করা হবে বলে তিনি জানান।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 2148893871492034151

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item