বৃহস্পতিবার এনটিভি’তে প্রচারিত হবে জীবন কুমার পোদ্দারের গান

আনিছুর রহমান মানিক-

“সুর ও সঙ্গীতই মানব জীবনের বিনোদন” বৃহস্পতিবার সকাল ৮টায় এনটিভি’তে প্রচারিত হবে রংপুর বিভাগের কৃতি সন্তান জীবন কুমার পোদ্দারের গান। যার লোক সঙ্গীত ছেঁয়ে গেছে দেশের বিভিন্ন টিভি চ্যানেলে। রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার কাচারী পাড়া গ্রামের মৃত ভোলানাথ পোদ্দারের ছেলে জীবন কুমার পোদ্দার। জন্ম ১৯৭৭ সালে, ১৯৮৯ সালে ৭ম শ্রেনীর ছাত্র যখন সেই থেকে গানে প্রতি ছিল তার নেশা। ১০৯৩ সালে উলিপুরের ওস্তাদ এনাম আলীর হাত ধরে আসেন এই জগতে। ২০০০ সালে রংপুরের ঐতিহ্যবাহী লোক সঙ্গীতের উপর তালিম নেয় ওস্তাদ নির্মল কুমার দে’র নিকট। পাশাপাশী নজরুল ও উচ্চাঙ্গ সঙ্গীতের উপর শিক্ষা নেয় কুড়িগ্রাম শিল্পকলা একাডেমীতে।  ২০০৪ সাল থেকে বাংলাদেশ বেতারে ও ২০১৪ সাল থেকে বিভিন্ন টিভি চ্যানেলে নিয়মিত গান পরিবেশন করেন তিনি। তাদের মধ্যে অন্যতম ওস্তাদ হিসাবে তমাল কান্তি লাহিড়ী, ফুল বাবু সরকার, ভুপতি ভুষন বর্মা ও পঞ্চানন রায় কে মনে প্রানে লালন করেন। ১৯৯৯ থেকে ২০০১ সাল পর্যন্ত উলিপুর সঙ্গীত নিকেতনে শিক্ষক হিসাবে দায়ীত্ব পালন করেন। এছাড়াও এ পর্যন্ত প্রায় ১৮টি নাটকে সঙ্গীত নির্দেশক হিসাবে কাজ করেন। বর্তমানে নীলফামারী জেলার ডোমার উপজেলায় একটি বে-সরকারী সংস্থা ল্যাম্বের কর্মকর্তা হিসাবে কর্মরত রয়েছে। আগামী ২৭জুলাই বৃহস্পতিবার সকাল ৮টা হতে ৮.৪৫ মিনিট পর্যন্ত এনটিভি’তে “আজ সকালের গানে” অনুষ্ঠানে মরমী শিল্পী আব্দুল আলীম ও ভাওয়াইয়া সম্্রাট আব্বাছ উদ্দিনের গান নিয়ে সরাসরি কথা বলবে আপনাদের সাথে। আপনাদের দোয়া ও ভালবাসা পেলে সুষ্ট ধারার বাঙ্গালীর সুর ও সংস্কৃতি সাড়া দেশে বিলিয়ে দিতে চায় এই শিল্পী।  

পুরোনো সংবাদ

শিল্প-সাহিত্য-সংস্কৃতি 2147325890300358306

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item