ডোমারে বৃটিশ-পাকিস্থান-বাংলাদেশ এর স্মৃতি সম্বলিত প্রকাশনা উৎসব

আবু ফাত্তাহ্ কামাল (পাখি),স্টাফ রিপোর্টার-

আব্বাস উদ্দীন একাডেমী ডোমার  শাখার উদ্যোগে  নীলফামারীর ডোমারে আব্বাস উদ্দীন একাডেমীর কার্যালয়ে শনিবার(২৯ জুলাই)  সন্ধ্যায় বৃটিশ-পাকিস্থান-বাংলাদেশ এর স্মৃতি সম্বলিত প্রকাশনা ও সরকার এম,সোলায়মান এর আত্মজীবনী প্রকাশনা উৎসব অনুষ্টিত হয়েছে । আব্বাস উদ্দীন একাডেমী ,গ্লোবাল সভাপতি কবি/কথাকার সালেমী সুলেরীর সভাপতিত্বে  এ অনুষ্টানে প্রধান আলোচক  লেখক/মুক্তিযোদ্ধা মকদুম আজম মাশরাফী,উদ্বোধক হিসাবে বাংলাদেশ স্কাউটের প্রেসিডেন্ট পদকপ্রাপ্ত লিডার ট্রেনার ইফনুস আলী উপস্থিত  ছিলেন ।এ অনুষ্টানে সংস্কৃতি সেবী,রাজনীতিবিদ  অধ্যাপক প্রয়াত  জাকারিয়া হোসেনের স্মৃতিতর্পণ ,সদ্য প্রয়াত বীরমুক্তিযোদ্ধা মেজর (অবঃ) জিয়া উদ্দিনের স্মৃতিচারন ও শ্রদ্ধাজ্ঞাপন করা হয় । অনুষ্টানে সঞ্চালনায় ছিলেন আব্বাস উদ্দীন একাডেমী ডোমার  শাখার নিবার্হী পরিচালক অধ্যাপক মোস্তফা ফিরোজ প্রধান । বক্তব্য রাখেন সাংবাদিক ও অধ্যাপক আবু ফাত্তাহ কামাল (পাখি), সাবেক প্রধান শিক্ষক নুরল ইসলাম বিএসসি, আব্বাস উদ্দীন একাডেমী ডোমার  শাখার সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম, সদস্য শিক্ষক মালা জেসমিন প্রমুখ ।আলোচনা শেষে  সরকার এম,সোলায়মান এর আত্মজীবনী মুলক “ সোনালী দিন রুপালি ক্ষন” গ্রন্থের মোড়ক উম্মেচন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্টান অনুষ্টিত হয় ।

পুরোনো সংবাদ

শিল্প-সাহিত্য-সংস্কৃতি 8906882030261409287

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item