দিনাজপুরে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু


মোঃ আব্দুস সাত্তার, দিনাজপুর জেলা প্রতিনিধি ॥
দিনাজপুরের ১৩টি উপজেলা ও ৯টি পৌরসভায় ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হয়েছে। 

দিনাজপুর জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মঙ্গলবার থেকে দিনাজপুরের ১৩টি উপজেলা ও ৯টি পৌরসভায় ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করেছেন ১ হাজার ১০১ জন তথ্য সংগ্রহকারী ও ২২৭ জন সুপারভাইজার। ২৫ জুলাই থেকে ৯ আগষ্ট পর্যন্ত ১৬ দিন ব্যাপী তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালিত হবে। এজন্য দিনাজপুর সদর উপজেলা ও পৌর এলাকা ১৭২ জন তথ্য সংগ্রহকারী ও ৩৫ জন সুপারভাইজার, বিরল উপজেলা ও পৌর এলাকায় ৯২ জন তথ্য সংগ্রহকারী ও ১৯ জন সুপারভাইজার, বোচাগঞ্জ উপজেলা ও পৌরসভায় ৫৮ জন তথ্য সংগ্রহকারী ও ১১ জন সুপারভাইজার, কাহারোল উপজেলায় ৫৭ জন তথ্য সংগ্রহকারী ও ১২ জন সুপারভাইজার, বীরগঞ্জ উপজেলা ও পৌরসভায় ১১০ জন তথ্য সংগ্রহকারী ও ৩২ জন সুপারভাইজার, খানসামা উপজেলায় ৭০ জন তথ্য সংগ্রহকারী ও ১৫ জন সুপারভাইজার, চিরিরবন্দর উপজেলায় ১০০ জন তথ্য সংগ্রহকারী ও ২০ জন সুপারভাইজার, পার্বতীপুর উপজেলা ও পৌরসভায় ১২৯ জন তথ্য সংগ্রহকারী ও ২৫ জন সুপারভাইজার, ফুলবাড়ী উপজেলা ও পৌরসভায় ৭৫ জন তথ্য সংগ্রহকারী ও ৮ জন সুপারভাইজার, বিরামপুর উপজেলা ও পৌরসভায় ৬৫ জন তথ্য সংগ্রহকারী ও ১৫ জন সুপারভাইজার, নবাবগঞ্জ উপজেলায় ৯০ জন তথ্য সংগ্রহকারী ও ১৮ জন সুপারভাইজার, হাকিমপুর উপজেলা ও পৌরসভায় ৩৬ জন তথ্য সংগ্রহকারী ও ৮ জন সুপারভাইজার এবং ঘোড়াঘাট উপজেলা ও পৌরসভায় ৪৭ জন তথ্য সংগ্রহকারী ও ৯ জন সুপারভাইজার মঙ্গলবার থেকে কাজ শুরু করেছেন। 
জেলা নির্বাচন কর্মকর্তা জাকিয়া সুলতানা জানান, প্রথম পর্যায়ে ২০ আগষ্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দিনাজপুর সদর উপজেলা, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা হবে। দ্বিতীয় পর্যায়ে ১৬ সেপ্টেম্বর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত বোচাগঞ্জ, চিরিরবন্দর, ফুলবাড়ী, পার্বতীপুর ও বিরামপুর উপজেলার নিবন্ধন এবং তৃতীয় পর্যায়ে ১৪ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত বীরগঞ্জ, কাহারোল, বিরল ও খানসামা উপজেলায় নিবন্ধন কার্যক্রম পরিচালিত হবে।

পুরোনো সংবাদ

নির্বাচন 138200402758146565

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item