ফুলবাড়ীতে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত

মেহেদী হাসান উজ্জ্বল, ফুলবাড়ী (দিনাজপুর) -
দিনাজপুরের ফুলবাড়ীতে পৃথক পৃথক ভাবে নানা কর্মসূচীর মধ্যদিয়ে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ (সিধু, কানু) দিবস উদযাপিত হয়েছে।
বেসরকারি সংস্থা পল্লীশ্রী উদ্যোগে দিবসটি উদযাপন উপলক্ষ্যে শুক্রবার বেলা ১১টায় উপজেলার শিব নগর ইউনিয়নের তিলাইপাড়া মাঠে সিধু-কানু স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পন, র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
দিবসটির কার্যক্রমের শুরুতেই তিলাইপাড়া এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে তিলাইপাড়া মাঠে শেষ হয়। এসময় সিধু-কানু স্মৃতি স্তম্ভে এক মিনিট নিরবতা পালন শেষে গ্রাম প্রধান বাবুরাম হেমম্ব্রম এর নের্তৃত্বে পষ্প স্তবক অর্পণ করা হয়।
ফুলবাড়ী উপজেলা আদিবাসী ফেডারেশনের সভাপতি কলম্বাস মার্ড্ডি এর সভাপতিত্বে ও বিনয় বেসরার সঞ্চলানায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আদিবাসী ফেডারেশনের সাধারন সম্পাদক পাত্রাজ কিসকু, বেসরকারি সংস্থা এনডিএফ এর ইন্ট্রারনাল অডিটর সত্যেন্দ্রনাথ, ইউনিট ম্যানেজার মাসুদুর রহামান প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন, পল্লীশ্রীর সিনিয়র সিডিএস সুপারভাইজার কৃষ্ণা রবী দাস, রুবেল, রওশন, জুয়েল ও মুক্তাসহ এলাকার আদিবাসী এবং আদিবাসী বিভিন্ন সম্প্রদায়ের নারী-পুরুষ অংশ গ্রহণ করেন।
অপরদিকে বেসরকারী সংস্থা বেসিক এর উদ্যোগে ১৬২ তম সিধু, কানু দিবস উদযাপিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষ্যে গতকাল শুক্রবার সকাল ১০টায় বেসরকারি সংস্থা বেসিক এর উদ্যোগে উপজেলার পূর্ব-চকমথুরা আদিবাসী কমিউনিটি সেন্টারে সিধু-কানু স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পন, র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সিধু, কানু দিবস উদযাপন কমিটির আহবায়ক শ্রীমন সরেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  চুন্নু টুডু, সভাপতি, ফুলবাড়ী উপজেলা আদিবাসী উন্নয়ন সমিতি ও আহ্বায়ক, বাংলাদেশ সারি সারনা গাঁওতা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সানজু হাঁসদা, সাধারণ সম্পাদক, ফুলবাড়ী উপজেলা আদিবাসী উন্নয়ন সমিতি, বেসিক সংস্থার নির্বাহী পরিচালক শ্যামল চন্দ্র সরকার, আলোচনা সভা সঞ্চালন করেন ফুলবাড়ী উপজেলা আদিবাসী স্টুডেন্ট ইউনিয়ন এর সভাপতি রাজেন মার্ডী।
দিবসটি উপলক্ষে দক্ষিন ফরিদাবাদ কাসাপুকুর মাঠ থেকে এক বর্নাঢ্য র‌্যালি ফরিদাবাদ গ্রাম হয়ে পূর্ব-চকমথুরা আদিবাসী কমিউনিটি সেন্টারে সিধু, কানু শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন এর মধ্য দিয়ে শেষ হয়।

পুরোনো সংবাদ

দিনাজপুর 4273485854447739605

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item