জোড়াবাড়ীতে শক্রতার জেরে বাড়ীর সামনে বৃক্ষ রোপন প্রতি পক্ষের আঘাতে মা ও মেয়ে আহত

আনিছুর রহমান মানিক, ডোমার, (নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারী ডোমার জোড়াবাড়ীতে শক্রুতার জেরে বাড়ীর সামনে বৃক্ষ রোপন, প্রতিপক্ষের আঘাতে মা ও মেয়ে গুরুত্বর আহত। সরেজমিনে যানাযায়, উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের মাষ্টার পাড়া ২নং ওয়ার্ডের মৃত সবর উদ্দিনের ছেলে ইদ্র্রিস আলী নিজ জমিতে মেয়ের জন্য বসতভিটা নির্মান করে। প্রতিবেশী মৃত কছির উদ্দিনের ছেলে আলাউদ্দিন আলী শুরু থেকে তাদের সাথে নানা ভাবে অন্যায় অত্যাচার সহ ভয়ভীতি দেখিয়ে আসছে বলে ইদ্রিস আলী জানান। এরই মাঝে অনেক কষ্টে বাড়ী নির্মান করে তারা। হটাৎ গত ৮জুন রাতের অন্ধকারে আলাউদ্দিন তাদের নতুন বাড়ীর বেড়া ঘেষে ১০টি গাছ রোপন করে। স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদের উপস্থিতিতে মাপযোগ করে বাড়ীর সামনে ৩হাত জমি প্রাপ্ত হয়। এরই জের ধরে ১৩জুন বিকালে ঝগড়া বিবাদের সৃষ্টি হয়। এক পর্যায়ে আলাউদ্দিন তার স্ত্রী ফিরোজা বেগম কল্পনা সহ তাদের পরিবারের লোকজন মনি, বানী, অফেজা বেগম মিলে লাঠি, শোটা নিয়ে ইদ্রিসের স্ত্রী মরিয়ম ও কন্যা আখি মনিকে বেধরক মারপিট করে এবং শাড়ী কাপড় টানা হেচরা করিয়া শ্লীলতাহানী ঘটায়। তাদের আঘাতে ইদ্রিসের স্ত্রী মরিয়ম গুরুত্বর আহত হয়। পরে তাকে চিকিৎসার জন্য ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এবিষয়ে ১৪জুন ইদ্রিস আলী বাদী হয়ে ডোমার থানায় ৫জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। ডোমার থানার এসআই অনন্ত কুমার রায় ঘটনাটি তদন্ত করেন এবং আইনগত ব্যবস্থা গ্রহন করবেন বলে তিনি যানান। এবিষয়ে অভিযোগ তুলে নিতে তাদের নানা ভাবে হুমকি ধামকি প্রদান করছে বলে ইদ্রিসের পরিবার জানান। বিষয়টি সমাধানে প্রসাশনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভুগী পরিবার।

পুরোনো সংবাদ

নীলফামারী 5974499685850479857

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item