রংপুর সাহিত্য মঞ্চে জঙ্গিবিরোধী নাটক অনুষ্ঠিত

হাজী মারুফ:


 রংপুর টাউনহল মাঠের সাহিত্য মঞ্চে মঞ্চায়িত হয়েছে জঙ্গিবিরোধী নাটক। গতকাল সন্ধ্যায় সাম্প্রদায়িক শক্তির কল-করতে হবে বিকল, এই শ্লোগানকে সামনে মঞ্চায়িত হয় শিখা সংসদ রংপুর পরিচালিত শিখা থিয়েটার স্কুলের ১ম প্রযোজনায় জঙ্গিবিরোধী নাটক মিশন ৬৯। নাটকটির পান্ডুলিপি সম্পাদনা করেন জাহাঙ্গীর কবির ও কামাল উদ্দিন আপেল, নাটকটি পরিচালনা করেন কামাল উদ্দিন আপেল। জঙ্গিবিরোধী নাটক মিশন ৬৯ নাটকে অভিনয় করেন কমান্ডার চরিত্রে সাকিল আহমেদ, আব্দুর রহিমের চরিত্রে মামুনুর রশীদ আকাশ, দোকানদারের চরিত্রে সুমন চন্দ্র বর্মন, হিটলারের চরিত্রে সাদিকুল ইসলাম, মুন্সির চরিত্রে আবু সাহেদ শামীম, গ্রামবাসীর চরিত্রে লক্ষণ পাল, শহীদার রহমান শহীদ ও হাবিবুর রহমান ইমরান, বোন মর্জিনার চরিত্রে মীম। নাটকে আবহ সংগীতে ছিলেন শিখা সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ফারহান শাহল লিয়ন। তবলায় আমজাদ হোসেন। নাটকে ধর্মের ভুলব্যাখ্যা তুলে ধরে হয় এবং তরুণ সমাজকে ধর্মের ভুল বুঝিয়ে জঙ্গিবাদের জড়ানোর চিত্র তুলে ধরা হয়। নাটকটি উপস্থিত দর্শকদের আকৃষ্ট করে এবং ভুয়ষী প্রশংসা পায়। নাটকটি উপস্থিত থেকে দেখেন শিখা সংসদের সভাপতি বিপ্লব প্রসাদ, প্রতিষ্ঠাতা সদস্য মাধব চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক আব্দুল মালেক বেলালসহ শিখা সংসদের বিভিন্ন নেতৃবৃন্দ।

পুরোনো সংবাদ

শিল্প-সাহিত্য-সংস্কৃতি 2001153919458556699

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item