রংপুরে বর্নাঢ্য আয়োজনে মে দিবস পালন

মামুনুররশিদ মেরাজুল,নিজস্ব প্রতিনিধিঃ


শ্রমিকদের ন্যায্য মজুরী নিশ্চিত করতে সর্বস্তরে আন্দোলন গড়ে তোলার আহবানে রংপুর মহানগরীতে নানান আয়োজনে পালিত হয়েছে আর্ন্তজাতিক মে দিবস।

সোমবার (১লা মে) সকালে জেলা প্রশাসন এবং রংপুর আঞ্চলিক শ্রম দপ্তর আয়োজনে সকালে ডিসি অফিস চত্ত্বরে বেলুন উড়িয়ে র‌্যালীর উদ্বোধন করেন রংপুরের জেলা প্রশাসক মুহম্মদ ওয়াহেদুজ্জামান।

পরে র‌্যালিটি নগরীর প্রধান প্রধান  সড়ক প্রদক্ষিন শেষে টাউন হলে  আলোচনা সভায় মিলিত হয়।

এদিকে সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন শ্রমিক সংগঠনের শোভাযাত্রা, মিছিল ও সমাবেশে আগত শ্রমিকদের পদচারণায় মুখরিত ছিলো মহানগরী।

বিভিন্ন স্থানে র‌্যালী শেষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। 

অন্যদিকে দুপুর এগারোটায় জেলা মোটর শ্রমিক ইউনিয়ন নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে একটি বিশাল র‌্যালী করে। সংগঠনটির সাধারণ সম্পাদক এম এ মজিদের নেতৃত্বে মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কামারপাড়া কোচস্ট্যান্ডে গিয়ে সমাবেশ করে।

এছাড়াও রংপুর মহানগরীতে শ্রমিক লীগ, শ্রমিক পার্টি, শ্রমিক দল, অটোচালক, রিক্সা-ভ্যান-ঠেলা, হোটেল, কুলি, দর্জি, কাঠমিস্ত্রি শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন র‌্যালী ও সমাবেশ করে।

এরমধ্যে জাতীয় পার্টির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আয়োজিত কর্মসূচীর উদ্বোধন করেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও মহানগর জাপার সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা।

পুরোনো সংবাদ

রংপুর 4141262367288984130

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item