দিনাজপুরে ব্যাপক কর্মসূচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

মোঃ আব্দুস সাত্তার, দিনাজপুর প্রতিনিধি ॥
ব্যাপক কর্মসূচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় সারা বিশ্বের নেয় দিনাজপুর জেলাতেও জেলা প্রশাসন, শ্রমিক লীগসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে আন্তর্জাতিক মহান মে দিবস-২০১৭ উপলক্ষ্যে পৃথক পৃথকভাবে কর্মসূচী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে  ১লা মে সোমবার বিভিন্ন সংগঠন কর্মসূচী পালন করে। জেলা প্রশাসন ঃ সকাল সাড়ে ৯টায় স্থানীয় ইনষ্টিটিউট প্রাঙ্গণ থেকে দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালীর নেতৃত্ব দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মীর খায়রুল আলম। র‌্যালীতে অংশ নেন এডিসি জেনারেল মোঃ গোলাম রাব্বী, এডিএম মোঃ মাহবুবুর রহমান, এডিসি শিক্ষা মোঃ আবু আউয়াল, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহেদুল আলম আর্টিষ্ট প্রমুখ। ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে শ্রমিক দিবসের তাৎপর্যকে সামনে রেখে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় শ্রমিক লীগ ঃ সকাল ১০টায় জাতীয় শ্রমিক লীগ দিনাজপুর জেলা শাখার আয়োজনে শহরে বর্ণাঢ্য শ্রমিক র‌্যালীর নেতৃত্ব দেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে র‌্যালীতে অংশ নেন শহর আওয়ামী লীগের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাজু, অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটি জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ রাজু আহমেদসহ শ্রমিক লীগের নেতৃবৃন্দ। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ ঃ দিনাজপুর জেলা আয়োজিত সকাল ১০টায় শহরের বাসুনিয়াপট্টিস্থ আওয়ামী লীগ কার্যালয় চত্ত্বরে শ্রমিকদের দাবী বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী। সংগঠনের সভাপতি মোঃ আব্দুস সালামের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আলাউদ্দিন, মোঃ বজলুল হক, দিনাজপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ আকরাম হোসেন মুন্না। আলোচনা সভা শেষে একটি শ্রমিক র‌্যালী শহর প্রদক্ষিণ করে। দিনাজপুর সাংবাদিক ইউনিয়ন ঃ সকাল ১০টায় দিনাজপুর প্রেসক্লাব হতে সংগঠনের সভাপতি মোঃ ওয়াহেদুল আলম আর্টিষ্ট ও সাধারণ সম্পাদক শাহিন হোসেনের নেতৃত্বে একটি র‌্যালী শহর প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে প্রেসক্লাব ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচীতে অংশ নেন সংগঠনের সহ-সভাপতি নুরুল হুদা দুলাল, সাবেক সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন, বিএফইউজে’র সাবেক সদস্য মোঃ রেজাউল করিম রঞ্জু, দপ্তর সম্পাদক সৈয়দ ইমরুল কায়েস রূপম, কোষাধ্যক্ষ মোঃ আনিসুল হক জুয়েল, দৈনিক আজকের প্রতিভার ইউনিট চীফ আকরাম হোসেন বাবলু, ডেপুটি ইউনিট মিজানুর রহমান, দৈনিক তিস্তার ইউনিট চীফ মোঃ ইয়ামিন, দৈনিক পত্রালাপের সাবেক ডেপুটি ইউনিট চীফ মোঃ ইউসুফ আলী, দৈনিক উত্তরবাংলার আমির হোসেন বাদশা, দৈনিক অন্তরকণ্ঠের বার্তা সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ। দিনাজপুর জেলা ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন ঃ সকাল সাড়ে ১১টায় শহরের নয়নপুরস্থ সংগঠনের নতুন ভবনে আলোচনা সভা, মৃত শ্রমিকদের পরিবারবর্গকে ও শ্রমিকদের মেয়ের বিবাহের এককালীন অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ হামিদুল আলম। সংগঠনের সভাপতি মোঃ মোজাম্মেল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মোঃ সাদাকাতুল বারী, সংগঠনের প্রধান উপদেষ্টা ও সাবেক সভাপতি মোঃ আবুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলতাফ হোসেন, বর্তমান সাধারণ সম্পাদক মোঃ সাদাকাতুল বারী, যুগ্ম সম্পাদক মোঃ মানিকুল ইসলাম মানিক, কোষাধ্যক্ষ মোঃ নয়ন উদ্দিন প্রমুখ। আলোচনা সভা শেষে সংগঠনের ৮১ জনের মাঝে ৮ লক্ষ ৬৮ হাজার টাকার চেক বিতরণ করা হয়। আলোচনা সভাপতি পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক বিপ্লব ক-ু এর আগে সকাল ১০টায় একটি শ্রমিক র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন ঃ শহরের সুইহারীস্থ অফিস কার্যালয়ে সকাল ১১টায় আন্তর্জাতিক মহান মে দিবস ও ২০১৭ সালের পরিবহন শ্রমিক স্বার্থ বিরোধী খসরা আইন বিষয়ে আলোচনায় সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। সংগঠনের সভাপতি এম রফিকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর খায়রুল আলম, পুলিশ সুপার মোঃ হামিদুল আলম, শহর আওয়ামী লীগের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম, সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ফজলে রাব্বী প্রমুখ। আলোচনা সভা শেষে মৃত শ্রমিকের পরিবারকে এককালীন নগদ ৩০ হাজার টাকা করে পরিবারের মাঝে প্রদান করে। এর আগে একটি শ্রমিক র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দিনাজপুর অটো ড্রাইভার শ্রমিক কল্যাণ সঞ্চয় সমিতি ঃ সকাল ১০টায় শহরের বালুবাড়ী জোড়া ব্রীজ অফিস কার্যালয় হতে সংগঠনের সভাপতি মোঃ বাবুল আখতার ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা গুলজারের নেতৃত্বে একটি শ্রমিক র‌্যালী শহর প্রদক্ষিণ করে। শেষে অফিস কার্যালয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করে। দিনাজপুর জেলা নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়ন ঃ সকাল ৯টায় শহরের কাচারী সিএসডি রোডস্থ অফিস কার্যালয় হতে সভাপতি মোঃ সাহাবুদ্দিন খোকন ও সাধারণ সম্পাদক মোঃ নুর ইসলাম নুরুর নেতৃত্বে শহরে বর্ণাঢ্য শ্রমিক র‌্যালী বের হয় এবং র‌্যালী শেষে অফিস কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে। এ সময় সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশ অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটি ঃ শহরের কাচারী সিএসডি রোডস্থ অফিস কার্যালয়ে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপিকে দিনাজপুর জেলা শাখার পক্ষ থেকে সংগঠনের সভাপতি মোঃ আলাউদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ রাজু আহম্মেদ ফুলেল শুভেচ্ছা জানান। সকাল ১১টায় একটি শ্রমিক র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সন্ধ্যায় অফিস কার্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পুরোনো সংবাদ

দিনাজপুর 1553142727506158790

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item