খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে পুলিশের তল্লাশি

ডেস্কঃ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে পুলিশ সদস্যরা কার্যালয়ে ঢুকে তল্লাশি শুরু করে। তার আগে আজ সকালেই ওই কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বলেন, আজ সকাল সাড়ে ৭টার দিকে পুলিশ ওই কার্যালয়ে তল্লাশি শুরু করেছে।

এর আগে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের আরেক সদস্য শায়রুল কবির খান জানিয়েছিলেন, আজ সকালে ওই কার্যালয়ের আশপাশে অতিরিক্ত পুলিশ অবস্থান নিয়েছে। কেন পুলিশ এসেছে, সে বিষয়ে কিছু পুলিশের পক্ষ থেকে তাদের জানানো হয়নি। সাধারণত ওই এলাকায় নিরাপত্তার জন্য কিছু পুলিশ মোতায়েন থাকে। আজ সকাল থেকে অতিরিক্ত পুলিশ দেখা যাচ্ছে।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ‘আমাদের কাছে আদালতের নির্দেশনা আছে এই কার্যালয়ের ভেতরে রাষ্ট্রবিরোধী কোনো কিছু আছে কি না, তা খতিয়ে দেখার। ওয়ারেন্ট রয়েছে, তা অনুযায়ী তল্লাশি শুরু করেছি।’

অভিযান শুরুর সময় বিএনপির কেন্দ্রীয় নেতাদের কেউ কার্যালয়ে ছিলেন না। খবর শুনে সকাল পৌনে ৯টার দিকে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সেখানে উপস্থিত হয়েছেন।

পুরোনো সংবাদ

প্রধান খবর 4495271210698043031

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item