কোচিং সেন্টারের গাইড, লেকচারশীট, মডেল, স্পেশাল, কোর্স ফাইনাল টেষ্ট, রেডিমেট পড়ালেখা কতটুকু যৌক্তিক!

এস.কে.মামুন

পড়ালেখা বলতে যা বুঝানো হয় অর্থ্যৎ নোট প্রদান, বুঝে না বুঝে মুখস্ত করা এসব কোচিং সেন্টারে হয়। প্রয়োজনীয় বা অপ্রয়োজনীয় কোচিং ব্যবসা দাঁড়ানো চাই। তার পড়েও কোচিংয়ের বিভিন্ন প্রকারভেদ রয়েছে যেমন তৃতীয় শ্রেণী থেকে ১০ম শ্রেণী পর্যন্ত একাডেমিক কোচিং, বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং, মেডিকেল ভর্তি কোচিং, ইঞ্জিনিয়ারিং ভর্তি কোচিং, প্রাথমিক শিক্ষক কোচিং, বিসিএস ভর্তি কোচিং, পলিটেকনিক ভর্তি কোচিং, ক্যাডেট ভর্তি কোচিং, ম্যাট্স ভর্তি কোচিং, বিশেষ কোন পরীক্ষায় অংশ গ্রহনের কোচিং। কোচিং সেন্টার বা প্রাইভেট পড়ানোর বিষয়টি এখন পুরোদমে একটি বিশেষ ধরনের মানষিকতার মানুষের পেশা। শহরের শিক্ষকতা নামের পেশার লেপ মুড়ে স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ছাত্র-ছাত্রীদের বিশেষ কৌশলে পড়ানোর কিংবা শেখানোর নামে অভিভাবকদের পকেটখালি করছেন বিশেষ কিছু পেশাদারী মহল বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়নে দুর্বার পদক্ষেপ নিয়েছে আর ছাত্র-ছাত্রীদের মেধা সম্পন্ন করতে তাদের শিক্ষকদের বেতন বৃদ্ধি সম্মনিত করেছেন যা ঘুরে এমন দেখা গেছে বলে মনে হয় না। এই কোচিং ব্যবস্থাপনা শিক্ষানগরী রংপুরে বিরুপ প্রতিক্রিয়া ফেলেছে যা একজন অভিভাবক নির্দিধায় ব্যায় কষ্টের কথা বলেন। এদিকে শহরের অলি-গলিতে পাড়ামহল্লায় ব্যাঙের ছাতার মতো কোচিং নামক ছোট ছোট প্রতিষ্ঠান গড়ে তুলেছেন কিছু শিক্ষক নামের পেশাদারী শিক্ষা ব্যবসায়ী। একজন অভিভাবক তার পরিশ্রমের কথা বলতে গিয়ে তিনি বলেন, সকাল থেকে বিকেল পর্যন্ত কোচিং ব্যবসায় জমজমাট। প্রশাসন মুখবুজে রয়েছে। ইদানিং কোচিং এর স্বচ্ছতা বৃদ্ধি করতে মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি ও পোষ্টারে বিজ্ঞাপন হিসেবে ব্যবহার হচ্ছে। জীবন জীবিকা ও মান সম্মত সামাজিকতা বজায় রাখতে চাকুরীর পাশাপাশি কোচিং-এ শিক্ষকতার প্রয়োজন পড়ে বলে একজন স্কুল শিক্ষকের অভিমত। কোচিং ব্যবসা বিলুপ্ত চায় একধরনের অভিভাবক। তা না হলে শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্ব ধীরে ধীরে লোপ পাবে বলে তিনি মনে করেন। কলেজের একজন শিক্ষক বলেন কোচিং অর্থ শিক্ষা ও অনুশীলন কেন্দ্র আর যেখানে শেখার ও অনুশীলন করায় সুযোগ সৃষ্টি করা হয় সত্যিকার অর্থে তাইতো কোচিং। বর্তমানে বিদ্যালয়, কলেজ গমন ছাত্র-ছাত্রীদের কোচিং ফ্যাশানে পরিনত হয়েছে। কোচিং কাজে বসবাস আমাদের অলিতে গলিতে কোচিংয়ের ছড়াছড়ি। এসব কোচিং হতে ছাত্র-ছাত্রীদের ফেরাতে হলে আমাদের সকলকে একত্রিত হয়ে কোচিং বিমুখ হতে হবে বলে মনে করেন সুধি সমাজ ।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 8622716686302130548

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item