দিনাজপুরে অবিভাগীয় ডাক কর্মচারীদের মানববন্ধন

মোঃ আব্দুস সাত্তার, দিনাজপুর জেলা প্রতিনিধি ॥
বাংলাদেশ ডাক বিভাগের ২৩ হাজার অবিভাগীয় (ই,ডি) কর্মচারীদের সর্বনিম্ন বেতনভাতা শতকরা একশত ভাগ বৃদ্ধির দাবীতে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে বুধবার দিনাজপুরে মানববন্ধন কর্মসুচী এবং প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছে ই.ডি কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ।
বুধবার সকালে দিনাজপুর প্রধান ডাকঘর প্রাঙ্গনে বাংলাদেশ পোস্টাল ই.ডি কর্মচারী ইউনিয়ন জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে মানববন্ধন কর্মসুচী পালিত হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি পেশ করা হয়।
মানববন্ধন চলাকালীন সমাবেশে সংগঠনের সভাপতি মোঃ শফিকুল ইসলাম মানিকের সভাপতিত্বে
বক্তব্য রাখেন সাধারন সম্পাদক মোঃ আবু বক্কর আলী, মোঃ আতিয়ার রহমান মন্ডল, মোঃ জাহাঙ্গীর বাদশা, মোঃ হুমায়ুন কবীর ও পলাশ সরকার প্রমুখ।
বক্তারা বলেন, ডাক অধিদপ্তর কর্তৃক সরকারের নিকট পাঠানো ৭দফা দাবী সম্বলিত বেতনকাঠামো শতভাগ বৃদ্ধির প্রস্তাবনা বাস্তবায়ন হলে শ্রমিকরা ন্যায্য পাওনা পাবেন। দাবী গুলোর মধ্যে পদবী অনুযায়ী সর্বনিম্ন ৫০০০ থেকে সর্বোচ্চ ৭৫০০ টাকা পর্যন্ত বৃদ্ধি, সকল উৎসব বোনাস প্রদান, ই.ডি নাইটর্গাড নিয়োগ, এফ বন্ডের টাকায় কল্যাণ ট্রাস্ট গঠন।

পুরোনো সংবাদ

দিনাজপুর 1856437376186440678

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item