চাঁপাইনবাবগঞ্জে ‘জঙ্গিবিরোধী’ অভিযান শেষ : আটক ৩

ডেস্ক:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ও নাচোল উপজেলায় জঙ্গি সন্দেহে ঘিরে রাখা ৪টি বাড়িতে অভিযান শেষ হয়েছে। এ অভিযানে অস্ত্র, বিস্ফোরক, গুলিসহ ৩ জনকে আটক করা হয়েছে। আজ বুধবার ভোররাত সাড়ে ৪টা থেকে শুরু হওয়া অভিযান বেলা সোয়া ১১টায় শেষ করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আটককৃতরা হলেন গোমস্তাপুর উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের বালুগ্রাম শিমুলতলা গ্রামের মফিজুল ইসলামের ছেলে আবদুস শুকুর (৩৩), চকপুস্তম এলাকার টুনু মোড়লের ছেলে সাইফুল আলম (৪৩) ও বালুগ্রাম রাজারামপুর মহল্লার মৃত আবদুল কুদ্দুসের ছেলে জাহাঙ্গীর আলম (৪৩)।

র‌্যাব-৫-এর অধিনায়ক কর্নেল মাহবুব আলম অভিযান শেষে প্রেস ব্রিফিংয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোররাত সাড়ে ৪টার দিকে গোমস্তাপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি গানপাউডার, একটি পিস্তল, একটি ম্যাগাজিন, ৪টি গুলি উদ্ধার করা হয়। আটক করা হয় আবদুস শুকুর, সাইফুল আলম ও জাহাঙ্গীর আলমকে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বালুগ্রাম শিমুলতলা গ্রামের আবদুস শুকুরের বাড়ি, চকপুস্তম এলাকার এজাবুল হকের বাড়ি, নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের চাঁনপাড়া গ্রামের আবদুল মজিদের বাড়ি ও আলী সাহাপুর গ্রামের আফজালের বাড়িতে অভিযান চালানো হয়। এর মধ্যে আবদুস শুকুরের বাড়ি থেকে অস্ত্র, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়। এর আগে চানপাড়া গ্রামের আবদুল মজিদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

তিনি আরও জানান, গোমস্তাপুর বাজার থেকে অস্ত্র, বিস্ফোরকসহ আটক হওয়া ৩ জনের বিরুদ্ধে গোমস্তাপুর থানায় মামলা করা হবে।

চারটি বাড়িতে তল্লাশি শেষ হলেও জঙ্গি বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান লে. কর্নেল মাহবুব।


পুরোনো সংবাদ

প্রধান খবর 7631724747460054874

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item