অপরাধ দমনে র‌্যাব সফল : প্রধানমন্ত্রী

ডেস্কঃ
জঙ্গি-সন্ত্রাসসহ সব অপরাধ দমন এবং অস্ত্র-বিস্ফোরক উদ্ধারেও র‌্যাব সফল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বুধবার রাজধানীর কুর্মিটোলায় সংস্থাটির সদর দফতরে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার সময় দেশে সাড়ে সাত কোটি মানুষ ছিল। যা এখন ১৬ কোটি। তাদের সঠিক সেবা দিতে প্রশাসনকেও ঢেলে সাজানো দরকার। সেটা আমরা করছি। র‌্যাবের অবকাঠামোগত সুযোগ বৃদ্ধির ব্যবস্থাও নিয়েছি। ২০১৫ থেকে এ পর্যন্ত র‌্যাবের বাজেট দ্বিগুণ বাড়ানো হয়েছে।’

তিনি বলেন, ‘র‌্যাবের জন্য অত্যাধুনিক সরঞ্জামাদির ব্যবস্থা করা হয়েছে। যে কোনো অপারেশনে সমন্বয়ের প্রয়োজন। যার যেখানে যতটুকু আছে তা সহযোগিতা কররে।’

দেশে আরো দুটি বিভাগ করার পরিকল্পনা আছে বলে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বৃহত্তর কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার পরিকল্পনা আছে আমাদের।’

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে ‘গার্ড অব অনার’ দেয়া হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত আছেন স্বরাষ্ট্রমন্ত্রী, ৩ বাহিনীর প্রধান, স্বরাষ্ট্র সচিব ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)। র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

পুরোনো সংবাদ

প্রধান খবর 2447267994347023712

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item