পঞ্চগড় টুনিরহাট সাবরেজিস্ট্রি অফিসের ঘুষ বাণিজ্য

সাইদুজ্জামান রেজা,পঞ্চগড় প্রতিনিধি :

পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট সাবরেজিস্ট্রি অফিসে ঘুষ বাণিজ্য নিয়মেই পরিণত হয়েছে। অফিসের করণিক ইউসুফ আলী দলিল চেক বাবদ প্রতিজনের নিকট প্রতিটি দলিলে দেড় থেকে দুই হাজার ঘুষ গ্রহণ করে। বিকাল চারটার পর লেট ফি কোন রশিদ ছাড়াই দুইশত থেকে পাঁচশত টাকা গ্রহণ করে দলিলের খাজনা খারিজ একটু ত্র“ট থাকলে তিনি সুযোগ বুঝে পাঁচ থেকে সাত হাজার টাকা গ্রহণ করেন। বিভিন্ন জমির শ্রেণী পরিবর্তন করে মোটা অংকের ঘুষ গ্রহণ করে দলিল লেখকদের নিকট দলিল সম্পাদনের সময় দাতা গ্রহীতার দলিল রশিদ দেওয়ার সময় পঞ্চাশ থেকে একশত টাকা গ্রহণ করে রাধা বল্লভ সাহা মৌজার জমি ক্রেতা শামসুল হক জানায় টুনিরহাট সাব রেজিস্ট্রি অফিসের পথে পথে টাকা দিয়ে জমি রেজিস্ট্রি করতে হয়। সুন্দর মনি লস্করা মৌজার জমি ক্রেতা তোফাজ্জল হোসেন জানায় ভুয়া খারিজ খাজনা দিয়ে মোটা অংকের ঘুষের বিনিময় দলিল সম্পাদন করেন অফিস করণিক ইউসুফ। এতে সরকার হাচ্ছে লক্ষ লক্ষ টাকার রাজস্ব।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 4635202278427612829

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item