সুন্দরগঞ্জে মোবাইল কোর্টে জুয়াড়িদের জেল জরিমানা করা হলেও থেমে নেই জুয়া খেলা

নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ(গাইবান্ধা) থেকেঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মোবাইল কোর্টে জুয়াড়িদের জেল-জরিমানা করা হলেও থেমে নেই জুয়া খেলা।
    জানা গেছে, পুলিশ জুয়াড়ি ধরে এনে প্রতি সপ্তাহে মোবাইল কোর্টের মাধ্যমে জেল-জরিমানা করলেও জুয়াড়িরা পুলিশ প্রশাসনের সাথে অলিখিত গোপন চুক্তির মাধ্যমে উপজেলার সর্বত্রই ঝোপঝারে জুয়া খেলা অব্যাহত রেখেছে। এলাকাগুলো হচ্ছে- বালাছিড়া, মাঠ মাজার, স্লুইচ গেইট, কালিরখামার, হরিপুর, সতিরজান, ফোরকানিয়া বাজার, মন্ডলের হাট, ঘগোয়া শিমুলতলা, উত্তর ধোপাডাঙ্গা, ঝিনিয়াসহ বিভিন্ন গোপন আস্তানায়। এদিকে গতকাল সোমবার শান্তিরাম গ্রামের ভেরসি বিলের উপর বাশ ঝাড়ের ভিতর জুয়া খেলার সময় কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই রতন কুমার ৩ জুয়াড়িকে গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতে হাজির করলে ভ্রাম্যামান আদালতের বিচারক ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম গোলাম কিবরিয়া তাদের প্রত্যেককে ৪ দিনের করে জেল আদেশ প্রদান করেন। এরা হলেন-শান্তি গ্রামের আজিজুল হকের পুত্র আলতাব হোসেন, চন্ডিপুর গ্রামের মৃত-ছালামের পুত্র লেবু মিয়া ও পাঁচগাছী শান্তিরাম গ্রামের মৃত-মজিদের পুত্র আলম মিয়া। এব্যাপারে থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমানের সাথে কথা হলে তিনি জানান-পর্যায়ক্রমে সব জুয়ার আস্তানা গুড়িয়ে দেয়া হবে। এলাকাবাসির অভিযোগ জুয়া খেলা বিষয়ে থানা পুলিশকে মোবাইল ফোনে সংবাদ দেয়া হলে তারা আমাদেরকে জুয়াড়ি ধরিতে দিতে বলে ধমক দেন।

পুরোনো সংবাদ

গাইবান্ধা 7287234389720052414

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item