ডিমলায় মাদক, জঙ্গী, সন্ত্রাস নির্মূল ও বাল্যবিবাহ রোধ কল্পে গণসচেতনতা সৃষ্টির লক্ষে সেমিনার অনুষ্ঠিত।

মোঃ জাহাঙ্গীর আলম রেজা,ডিমলা, নীলফামারী প্রতিনিধি:
 নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আফতাব উদ্দিন সরকারের ব্যাক্তিগত উদ্ধ্যেগে ২৯ মার্চ শনিবার সকালে ডিমলা রাণী বৃন্দা রাণী সরকারী উচ্চ বিদ্যালয় ও ডিমলা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে উপজেলা চত্তরে মাদক, জঙ্গী, সন্ত্রাস নির্মূল ও বাল্যবিবাহ রোধ কল্পে গণসচেতনতা সৃষ্টির লক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়।

উক্ত সেমিনারে ডিমলা সদর ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কাশেম সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আফতাব উদ্দিন সরকার, বিশেষ অতিথি ছিলেন নীলফামারী জেলা প্রশাসক মোঃ জাকীর হোসেন,এ এসপি জিয়উল হক  উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিম, ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোয়াজ্জেম হোসেন।

 জেলা পরিষদ স্কুল এ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মোঃ সারোয়ার জাহান সোহাগের সঞ্চলনায় মাদক,জঙ্গী,সন্ত্রাস নির্মূল ও বাল্যবিবাহ রোধ কল্পে গণসচেতনতা সৃষ্টির সেমিনারে আলোচনা সভায় বক্তৃতা করেন, উপজেলা আ’লীগের ভারপাপ্ত সাধারন সম্পাদক মোঃ সহিদুল ইসলাম, উপজেলার ১০ ইউনিয়নের চেয়ারম্যানের পক্ষে বালাপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ জহুরুল ইসলাম ভূইয়া, ডিমলা মহিলা মহা বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ মোকলেছুর রহমান, ডিমলা ইসলামিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ হাসিম হায়দার অপু , ডিমরা আরবিআর সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর হানিফ সরকার, ডিমলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফর রহমান।

 সেমিনারে উপস্থিত ছিলেন উপজেলার ১০ টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ,ইউপি সদস্যবৃন্ধ, উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রধানগন , ছাত্র-ছাত্রী, অভিভাবক, স্থানিয় সাংবাদিক এবং স্থানীয় সুধীজন।

সভায় প্রধান অতিথি ছাত্র, শিক্ষক, অভিভাবকদের একটি সুস্থ্য সুন্দর মেধাবী জাতী হিসেবে নিজেদের সন্তানদের গড়ে তুলতে মাদক, বাল্যবিবাহ,  জঙ্গী,  সন্ত্রাস এর কুফল সম্পর্কে বর্ণনা করেন। তিনি জাতীর জনকের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

পুরোনো সংবাদ

নীলফামারী 4178240500859192866

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item