সৈয়দপুরে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত


তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
“দুর্নীতি হলে শেষ -  নিজে বাঁচবো, বাঁচবে দেশ”  শ্লোগানকে সামনে রেখে সৈয়দপুরে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  আজ (বৃহস্পতিবার) উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) লায়ন্স স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে ওই সভার আয়োজন করে।
 এতে মুখ্য আলোচক ছিলেন সৈয়দপুর সরকারি কারিগরী কলেজের অধ্যক্ষ ড. শাহ্ মো. আমির আলী আজাদ।
সৈয়দপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শিল্পপতি লায়ন মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন দুপ্রক এর সহ-সভাপতি অধ্যক্ষ হাফিজুর রহমান হাফিজ।
এতে অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন, সৈয়দপুর উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মো. আজমল হোসেন,সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আলহাজ্ব মো. আব্দুল বাসির মিয়া প্রমূখ।
সভায় সততা সংঘের সদস্যদের দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়। ইউএনও আবু ছালেহ মো. মুসা জঙ্গী এ শপথ বাক্য পাঠ করান। গোটা আলোচনা সভাটি উপস্থাপনা করেন লায়ন্স স্কুল এন্ড কলেজের সততা সংঘের পরামর্শক কাউন্সিল সিনিয়র সহকারি শিক্ষক মো. হাছেদুল ইসলাম।
এর আগে অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াৎ ও গীতা পাঠ করেন যথাক্রমে লায়ন্স স্কুল এন্ড কলেজে প্রভাষক মোখলেছুর রহমান এবং হিন্দু ধর্মীয় সহকারী  শিক্ষক প্রণবেশ গোস্বামী।
সভায় আমন্ত্রিত অতিথি,সুধীজন,এনজিও প্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন শিক্ষক প্রতিষ্ঠানের গঠিত সততা সংঘের সদস্য ও পরামর্শক কাউন্সিল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, দুপ্রক’র সদস্যরা উপস্থিত ছিলেন।  

পুরোনো সংবাদ

নীলফামারী 9147953540187274532

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item