সৈয়দপুরে গণহত্যা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত


তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:২৫ মার্চ গণহত্যা দিবস পালন উপলক্ষে সৈয়দপুর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে দুুপুরে ওই আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত ) মো. আজমল হোসেন।
 সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গী সভায় সভাপতিত্ব করেন।
এতে অন্যান্যদের মধ্যে আলোচনা অংশ নেন সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  আলহাজ্ব ডা. মো. সিরাজুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মোছা. হোমায়রা মন্ডল হিমু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. নুরুন্নাহার শাহজাদী, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. এনামুল হক, সৈয়দপুর পৌর আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম বাবু, সহ-সভাপতি-১ মো. ইদ্রিস আলী, দপ্তর সম্পাদক মজিবুর রহমান স্বপন, সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিরুল ইসলাম, উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রণোবেশ চন্দ্র বাগচী প্রমূখ।
এতে জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে গণহত্যা দিবসে সৈয়দপুর সরকারি কারিগরী উচ্চ মাধ্যমিক মহাবিদ্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। মহাবিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ ড. শাহ্ মো. আমির আলী আজাদ। এতে বক্তব্য রাখেন সহকারি অধ্যাপক মো. আবুল কালাম আজাদ,ফজলুল হক,ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দা ফরিদা বানু প্রমূখ।  এর আগে আলোচনার শুরুতেই শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। গোটা অলোচনা সভাটি উপস্থাপনা করেন সহকারি শিক্ষক ইসমত জেরিন।
এদিকে, সৈয়দপুর তুলশীরাম বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে দিবসটিতে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  এতে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর কলেজের অধ্যাপক সাখাওয়াৎ হোসেন খোকন। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. রেজাউল করিম চৌধুরী। 
এতে মূখ্য আলোচক ছিলেন নীলফামারী জজ কোর্ট এর এড. তুষার কান্তি রায়। আলোচনায় অন্যান্যদের মধ্যে অংশ নেন শহীদ পরিবারের সদস্য নিজু কুমার আগরওয়ালা, অমিত কুমার আগরওয়ালা প্রমূখ।
 বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুর রহমানসহ অন্যান্যরা আলোচনায় অংশ নেন। এর আগে একটি র‌্যালী বিদ্যালয় চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালীতে বিদ্যালয়েল পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক-শিক্ষিকা,শিক্ষার্থী, মুক্তিযুদ্ধে শহীদ পরিবারে সদস্যরা অংশ নেয়। এছাড়াও  শহীদ সন্তানদের সংগঠন প্রজন্ম-৭১ সৈয়দপুর জেলা শাখার উদ্যোগে শহীদ স্মৃতি অম্লান চত্বরে মোমবাতি প্রজ্বালন করা হয় সন্ধ্যায়। 

পুরোনো সংবাদ

নীলফামারী 632524328260660659

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item